বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Panchayat Vote 2023: পঞ্চায়েত ভোট কবে? মাঝপথেই কি থমকে যাবে নবজোয়ার? উত্তর খুঁজছে বাংলা

Panchayat Vote 2023: পঞ্চায়েত ভোট কবে? মাঝপথেই কি থমকে যাবে নবজোয়ার? উত্তর খুঁজছে বাংলা

পঞ্চায়েত ভোট কবে তা নিয়ে গোটা রাজ্য জুড়েই প্রশ্ন। প্রতীকী ছবি  (PTI Photo) (PTI)

পঞ্চায়েত ভোট কবে হবে এনিয়ে শনিবার রাত পর্যন্ত কোনও সবুজ সংকেত মেলেনি। সেক্ষেত্রে বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি কার্যত ঘর গোছানা নিয়ে অথৈ সাগরে পড়েছে। এদিকে পঞ্চায়েত ভোট মানেই গ্রামে গ্রামে রাজনীতির পারদ চড়তে থাকে।

রাজ্যে পঞ্চায়েত ভোট কবে এনিয়ে নানা এখনও কোনও দিনক্ষণ ঘোষণা হয়নি। অনেকেই ওই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। গোটা বাংলা জুড়ে এনিয়ে জোর চর্চা। কিন্তু দিনক্ষণ ঘোষণা হল না এখনও।

অনেকেই ভেবেছিলেন হয়তো মে মাসে হবে পঞ্চায়েত ভোট। কিন্তু সেটা আদৌ হবে কি না তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। এদিকে বিরোধীরা আগেই জানিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নবজোয়ারে বেরিয়েছেন। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট কবে হবে সেটা তো তাদের উপর নির্ভর করছে। তাছাড়া কমিশন ও সরকার আলোচনা করে দিন ঠিক করে। কিন্তু রাজ্যের তরফে এনিয়ে কোনও বার্তা কমিশন পায়নি বলে সূত্রের খবর।

এদিকে পঞ্চায়েত ভোট কবে হবে এনিয়ে শনিবার রাত পর্যন্ত কোনও সবুজ সংকেত মেলেনি। সেক্ষেত্রে বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি কার্যত ঘর গোছানা নিয়ে অথৈ সাগরে পড়েছে। এদিকে পঞ্চায়েত ভোট মানেই গ্রামে গ্রামে রাজনীতির পারদ চড়তে থাকে। অন্য়দিকে প্রচন্ড গরমের মধ্য়ে পঞ্চায়েত ভোট করাটা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। আবার গরম কমলেই বর্ষা চলে আসবে। তবে হালকা বর্ষায় পঞ্চায়েত ভোট করাতে বিশেষ সমস্যা নেই। কিন্তু ভরা বর্ষায় করালে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বন্যার সম্ভাবনা থাকে। তখন ভোটের দিন পড়লে আর এক সমস্যা।

তবে একটা সময় শীতকালে পঞ্চায়েত ভোট করার ব্যাপারে সায় ছিল রাজ্য প্রশাসনের একাংশের। কিন্তু বাস্তবে সেটা হয়নি। সেক্ষেত্রে ঠিক কবে এই পঞ্চায়েত ভোট হবে সেটাই এখন দেখার।

সূত্রের খবর, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে তিনি পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করবেন না। সেখানেই প্রশ্ন উঠছে পঞ্চায়েত ভোট ঠিক কবে?

তবে ওয়াকিবহাল মহলের মতে, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য সরকারের অন্দরে সেভাবে বিশেষ তোডজোড় দেখা যাচ্ছে না। অর্থাৎ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলির কাজ করা, গ্রামে গ্রামে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কি না তা ফের যাচাই করা এমন কাজ বিশেষ দেখা যাচ্ছে না। আবার শাসকদল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। দিনের পর দিন ধরে তা চলছে। অনেকের মতে দ্বন্দ্ব মিটিয়ে এটা ড্যামেজ কন্ট্রোলের কর্মসূচি। যদি মে মাসেই পঞ্চায়েত ভোট হত তবে মাঝপথে সেই নবজোয়ার কর্মসূচি বন্ধ করে দিতে হত। সেটা কতদূর বাস্তবে সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

 

বন্ধ করুন