NEW DELHI : আগামী ১৩ মার্চের পর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বর্তমানে বিভিন্ন রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সফর করছেন। আপাতত তামিলনাড়ুতে রয়েছেন তাঁরা, সেখান থেকে উত্তরপ্রদেশ এবং জম্মু-কাশ্মীরে যাবেন তাঁরা।
আগামী ১৩ মার্চের আগেই এসব সফর শেষ হওয়ার কথা রয়েছে। তাই উল্লিখিত তারিখ বা তার পরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে তেমন ইঙ্গিত মিলেছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ওই বছর ১০ মার্চ তারিখ ঘোষণা করেছিল। ৫৪৩ আসনের লোকসভায় প্রতিনিধি নির্বাচনের জন্য ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাত দফায় (উভয় তারিখ অন্তর্ভুক্ত) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণা গত ২৩ মে অনুষ্ঠিত হয়।
উপরন্তু, ২০১৯ সালে, প্রায় ৯১২ মিলিয়ন (৯১.২ কোটি) মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিলেন, যাদের মধ্যে ৬৭ শতাংশেরও বেশি ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৯৭ কোটি মানুষ ভোট করতে পারবেন।
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের মতো রাজ্যগুলিতে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে।
এদিকে ইতিমধ্য়েই বিভিন্ন রাজ্য়ে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। সেক্ষেত্রে কবে নির্বাচনের দিন ঘোষণা করা হবে, কবে ভোট হবে, কতগুলি পর্যায়ে ভোট হবে তা নিয়ে নানা আলোচনা চলছে। এবার মোটামুটি ইঙ্গিত মিলছে যে আগামী ১৩ মার্চের পরে লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশ।