বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Sunil Kanugolu: কংগ্রেসের কর্ণাটক জয়ের পেছনে রয়েছেন ভোটকুশলী সুনীল, কে তিনি? ঠিক যেন PK…

Sunil Kanugolu: কংগ্রেসের কর্ণাটক জয়ের পেছনে রয়েছেন ভোটকুশলী সুনীল, কে তিনি? ঠিক যেন PK…

সুনীল কানুগোলু, ভোট কুশলী। সংগৃহীত ছবি

এই সুনীলই কিন্তু একটা সময় পিকের টিমে কাজ করতেন। তিনি ২০১৪ সালে তিনি ছিলেন বিজেপির ভোট কুশলী। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট. কর্ণাটকে তিনি এর আগে বিজেপির হয়ে কাজ করেছিলেন।

বাংলায় তৃণমূলের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এমনটাই বলা হয়ে থাকে। আর কর্ণাটকে ভোটে কংগ্রেসের জয়ের পেছনে যিনি অন্তরালে থেকে ভোট কুশলী হিসাবে বিজেপির বিরুদ্ধে লড়ার কৌশল ঠিক করেছিলেন তিনি হলেন সুনীল কানুগোলু। কিন্তু কে এই সুনীল কানুগোলু?

২০১৮ সালে সুনীল বিজেপির ভোট কুশলী হয়ে কাজ করেছিলেন। সেই সময় কংগ্রেসকে ধরাশায়ী করতে বড় ভূমিকা নিয়েছিলেন সুনীল। আর এবার তিনি ছিলেন কংগ্রেস শিবিরে। একেবারে পিকের কায়দায় তিনি এবারের ভোটের আগে সমীক্ষায় নেমেছিলেন সুনীল ও তার টিম। এরপর ভোটে জয়ের নীল নকশা তৈরি করা হয়।

গত বছর মার্চ মাসে কংগ্রেস সুনীলকে ভাড়া করেছিল। এর দুমাস বাদে সুনীলকে লোকসভা ইলেকশনের টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত করেন সোনিয়া গান্ধী।

এর আগে ডিএমকে ও এইআইএডিএমকের পক্ষে ভোট কুশলী হিসাবে কাজ করছিলেন তামিলনাড়ুতে। তিনি এবার দায়িত্ব পেয়েছিলেন কর্নাটকে।

তবে এই সুনীলই কিন্তু একটা সময় পিকের টিমে কাজ করতেন। তিনি ২০১৪ সালে তিনি ছিলেন বিজেপির ভোট কুশলী। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট. কর্ণাটকে তিনি এর আগে বিজেপির হয়ে কাজ করেছিলেন।

আদতে তিনি কর্ণাটকের বাসিন্দা। কিন্তু থাকেন চেন্নাইতে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অন্য়তম পরিকল্পনাকারী ছিলেন এই সুনীল। তবে আগামীতেও সুনীলের হাতে একাধিক কাজ। তিনি তেলেঙ্গানার দায়িত্ব পেয়েছেন। রাজস্থান, ছত্তিশগড়েও তিনি কংগ্রেসের ভোট কুশলী হয়ে কাজ করবেন। আবার ২০২৪ সালের লোকসভা ভোটেও তিনি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসে কৌশল ঠিক করতে মাথা ঘামাবেন। সব মিলিয়ে সুনীল এখন অন্য়তম ভরসা রাহুলের কাছে। কর্ণাটকে বড় জয়ের পেছনে রয়েছে এই সুনীলেরই ভূমিকা।

 

বন্ধ করুন