উপনির্বাচনে বিরাট ধাক্কার মুখে পড়েছে বিজেপি। লোকসভা ভোটের মন খারাপ কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা। একের পর এক রাজ্যে খারাপ ফল করল বিজেপি। বাংলাতে ৪টে আসনের মধ্য়ে একটিতেও দাগ কাটতে পারেনি বিজেপি।
তবে এবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তোপ দেগেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইন্ডিয়া জোট বাইপোলের জয় নিয়ে উচ্ছসিত? কিন্তু কীসের আনন্দ?
বাংলা- পুরো ভোটে রিগিং করা হয়েছে। সেখানে অবাধ ভোট হয়নি। কিছু আসনে কংগ্রেস লড়েছিল টিএমসির বিরুদ্ধে। এটা দেখে কি মনে হচ্ছে ইন্ডি জোট কি জয় পেয়েছে? তৃণমূলের ভালো প্রার্থীর অভাব ছিল। সেকারণে তারা বিজেপির প্রাক্তন এমএলএদের প্রার্থী করেছিল।
হিমাচল প্রদেশ-৩- কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে। বিজেপি হামিরপুর আসন জিতেছে। কংগ্রেস নলাগড় ও দেহরা জিতেছে। ক্ষমতায় থেকেও কংগ্রেস তিনটি আসন জিততে পারেনি।
উত্তরাখণ্ড ২- বদ্রীনাথ কংগ্রেস আর বিজেপির মধ্য়ে ক্ষমতার বদল হয়েছে একাধিকবার। ২০১২ কংগ্রেসের, ২০১৭ বিজেপির, ২০২২ কংগ্রেসের, এবার এল কংগ্রেসের কাছে।…এখানে উদযাপনের কী আছে! আর মাঙ্গলাউর কংগ্রেসের হাতে এসেছে। সেখানে জয়ী হয়েছেন কাজি মহম্মদ নিজামুদ্দিন । দেবভূমির জনসংখ্যার কেমন পরিবর্তন হচ্ছেন দেখুন।
তামিলনাড়ু-২-এখানে কি ডিএমকে ভাবছিল এটাও তারা হারাবে?
মধ্য়প্রদেশ (১)- প্রত্যাশামতই বিজেপি জয়ী হয়েছে।
বিহার-১-নির্দল প্রার্থী জয় পেয়েছেন। ইন্ডিয়া জোটের প্রার্থী তৃতীয় স্থানে।
পাঞ্জাব ১- শাসকদল আপ জিতেছে।
এদিকে মালব্যর টুইটের জবাবে এক নেট নাগরিক লিখেছেন, উত্তরাখণ্ডে আপনারা ক্ষমতায় রয়েছেন সেখানে কেন হারলেন?
এদিকে বিধানসভা উপনির্বাচনে চারে ৪ পেয়েছে তৃণমূল। সবুজ সুনামিতে ধুয়ে মুছে সাফ বিজেপি। বিজেপির দখলে থাকা তিনটি আসনেও বিরাট পরাজয় বিজেপির। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বলেছেন, 'চারটে আসনের মধ্যে তিনটি আসন ছিল বিজেপির। লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল। আমরা তিনটিতে জিতেছি। আর আমাদেরটাতেও জিতেছি। মানে আউট অফ ফোর- ফোর। আমি এজন্য সকলকে কৃতজ্ঞতা, প্রণাম…জোহার জানাচ্ছি। আজ মানুষের জয়। আবার নতুন করে সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ, বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকেন তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সংহতি সব কিছুকে নিয়ে আগামীদিনে কাজ করব। লোকসভা নির্বাচনের জয় ও বিধানসভা নির্বাচনের জয় সবটাই উৎসর্গ করব ২১শে জুলাই। নো আইডি নো ভোট এই লড়াইয়ের ডাক দিয়েছিলেন, তাঁদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে… অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছেন।' বললেন মমতা।