অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা প্রায়ই ইনস্টাগ্রামে পুরুষ তান্ত্রিক সমাজে একজন নারীর হয়ে চলা সমস্যা নিয়ে প্রায়ই পোস্ট করে থাকেন। কোভিড ১৯ কীভাবে মহিলাদের ওপর প্রভাব ফেলেছে তা নিয়ে নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করতে দেখা গেল নভ্যাকে। তাঁর মতে, করোনার ফলে হওয়া লকডাউন মহিলাদের মধ্যে, বিশেষ করে কর্মরত মহিলাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মহামারীর প্রভাব নিয়ে ফোর্বসের একটি রিপোর্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নভ্যা লিখেছেন, ‘এই মহামারী অনুপাতহীনভাবে মহিলাদের ওপর প্রভাব ফেলেছে, বিশেষ করে কর্মরত মহিলাদের ওপর! বিশেষ করে ভারতীয় মহিলাদের ওপর! লিঙ্গসাম্য এখনও অনেক দূরের স্বপ্ন!’
ফোর্বসের ওই রিপোর্ট অনুযায়ী, গত ১২ মাসে লিঙ্গ বৈষম্য প্রায় আরও ৩৬ বছর পিছিয়ে গিয়েছে! কর্মক্ষেত্র বা বাড়িতে লিঙ্গ ভেদাভেদ ভুলতে গোটা বিশ্বের আরও ১৩৫.৬ বছর লেগে যাবে।

ভারতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন নভ্যা। চলতি বছরের শুরুর দিকেই নভেলি নামের একটি প্রোজেক্ট শুরু করেছেন। সেই ব্যাপারে নভ্যা জানিয়েছেন, ‘নভেলির সাহায্যে আমার মূল লক্ষ্যই হবে ভারতে লিঙ্গ বৈষম্য দূর করার চেষ্টা করা। সব ধরনের উপকরণ ও সুযোগ দিয়ে ভারতীয় মহিলাদের আর্থিক ও সামাজিক দিক দিয়ে ক্ষমতায়ন করা।’
দিন কয়েক আগে গড়চিরৌলিতে শুরু হয়েছে তাঁর প্রথম ‘পিরিয়ড পজিটিভ’ হোমের কাজ। ইনস্টাগ্রামের দেওয়ালে সেই ছবি শেয়ার করেছিলেন তিনি। পিরিয়ড হোমের ছবি শেয়ার করে নভ্যা লিখেছিলেন, এটা তৈরি হতে দেখা এবং চালানো একটা ‘পরিপূর্ণ’ অভিজ্ঞতা ছিল।