বাংলা নিউজ > বায়োস্কোপ > #9pm9minutes: মোদীর আবেদনে সাড়া দিয়ে প্রদীপ জ্বালালেন কার্তিক,ক্যাট, দীপবীররা

#9pm9minutes: মোদীর আবেদনে সাড়া দিয়ে প্রদীপ জ্বালালেন কার্তিক,ক্যাট, দীপবীররা

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রদীপ জ্বালালেন তারকারাও (ছবি-টুইটার, ইনস্টাগ্রাম)

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌহার্দ্য প্রদর্শনের প্রতীক হিসেবে রবিবার রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত লকডাউনে ঘরবন্দি মানুষকে বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আবেদন অনুযায়ী এদিন এই কর্মযজ্ঞে শামিল হলেন গ্ল্যামার দুনিয়ার তারকারা। দেশের নানান প্রান্ত থেকে এই কর্মসূচিতে যোগ দিলেন থালাইভা রজনীকান্ত, অভিনেতা অর্জুন রামপাল, অক্ষয় কুমাররা।

একসঙ্গে এই অন্ধকারময় সময়টা আমরা পার করতে সফল হব, ইনস্টাগ্রামে এমনটাই জানালেন খিলাড়ি কুমার। বাড়ির ব্যাকলনিতে দাঁড়িয়েই জ্বাললেন মোমবাতি।

আক্কির 2.0 কোস্টার রজনীকান্তও শামিল হলেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচীতে।


প্রত্যেক অন্ধকার সুরঙ্গের শেষে আলোর আভাস মিলবেই, এই বার্তা দিতেই দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে আ

গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে নিয়ে নমোর আবেদনে সাড়া দিলেন অভিনেতা অর্জুন রামপালও।

এদিন যেন দেশজুড়ে অসময়েই নেমে এল দীপাবলি। ছেলে বিহান ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আলোর এই উত্সবে যোগ দিলেন শিল্পা শেট্টি। প্রধানমন্ত্রীর আবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে

মুম্বইয়ে নিজেদের বাড়ির ব্যালকনি থেকেই আলো জ্বালানোর এই উদ্যোগে যোগ দিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। করোনারভাইরাসের জন্য দেশজুড়ে যে বিষন্নতা, যে অন্ধকার যা ঘুচে যাবে এই আলোর রোশনাইত, এই ভাবনা নিয়েই

অক্ষয় কুমারের মতোই তাঁর এয়ারলিফট কোস্টার নিমরিত কৌরও যোগ দিলেন আজকের #9pm9minutes কর্মসূচীতে। নিমরিত তাঁর জ্বালানো মোমবাতি উত্সর্গ করেছেন দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীদের, যাঁরা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।


প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রদীপ জ্বালানোর এই উদ্যোগে এগিয়ে এলেন বিগ বস প্রতিযোগীরাও। অভিনেতা পরশ ছাবড়া ও হিমাংশী খুরানাকে দেখা গেল বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে একতার বার্তা দিতে।



ঐক্য আর সংহতির জন্য প্রার্থনা বড়ো ফারাক গড়ে দেয়। এই বিশ্বাস নিয়েই এদিন প্রদীপ জ্বালালেন বিরুষ্কা।


একসঙ্গে সবই সম্ভব, বিশ্বাস করেন কার্তিক আরিয়ান।। এদিন রঙ বেরঙের জ্বলন্ত মাটির প্রদীপের আলোয় উজ্বল ছবি পোস্ট করলেন বলিউডের এই জেন ওয়াই হার্টথ্রব।


রণবীরের সঙ্গেই কী মোমবাতি জ্বালিয়ে একতার বার্তা দিলেন আলিয়া? ইঙ্গিত তেমনই। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে জ্বলন্ত মোমবাতি সহ দুটি হাতের ছবি পোস্ট করেন নায়িকা। পুরুষ হাতটি যে রণবীর কাপুরের সেটা বোধহয় বুঝতে খুববেশি অসুবিধা হওয়ার নয়। দীর্ঘ পোস্ট আলিয়া লিখেছেন, 'ছোটবেলায় বাবার কপালে চুমু খেলে বাবা বলত আলো এসে গেছে, তখন আমি সেই আলো আসার অর্থ বুঝতে পারতাম না, কিন্তু আজ পারছি...'। সত্যিতো এই অন্ধকারময় পরিস্থিতিতে ভালোবাসার আলো জ্বালানোটাই সবচেয়ে জরুরি।

গোটা বাড়ি প্রদীপের আলোয় উজ্বল করে তুললেন অভিনেত্রী রবিনা টন্ডন। ঠাকুরঘরে প্রদীপ জ্বেলে দ

বঙ্গসুন্দরী বিপাশা বসু এদিন মোমবাতি জ্বালিয়ে বললেন,'আজকের এই মোমবাতির আলো কোনও রাজনৈতিক দলের জন্য নয়, কোনও ধর্মের জন্য নয়, এটা আশার আলো..'


বাড়ির ছাদে মোমবাতি জ্বালিয়ে এই উদ্যোগের যুক্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সপরিবারে অংশ নিলেন মাধুরী দীক্ষিতও। এদিন মরাঠি ভাষায় একটি ভিডিয়ো বার্তাও দিলেন ধকধক গার্ল। ধন্যবাদ জানালেন করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমাজের সর্বস্তরের মানুষদের।


শুধু ট্রাডিশ্যাল পদ্ধতিতে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়েই করোনার অন্ধকার দূর করে মনে ঐক্য-সংহতির আলো জ্বালানোর এই প্রয়াসে শামিল হলেন না তারকারা। কেউ কেউ জ্বালালেন মোবাইলের ফ্ল্যাশ লাইটও। তবে সবার মনে একটাই প্রার্থনা-'আমরা করব জয়'। এই তালিকায় ছিলেন ভূমি পেদেনকর, আহানা পাণ্ডেরা।


বায়োস্কোপ খবর

Latest News

BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.