বাংলা নিউজ > বায়োস্কোপ > Joyeet- Vande Bharat Express: ‘আমার হাওয়াই চটির রং…’, বন্দে ভারতের সিটকে ‘শক্ত’ বলে ট্রোলড, কড়া জবাব জয়জিতের

Joyeet- Vande Bharat Express: ‘আমার হাওয়াই চটির রং…’, বন্দে ভারতের সিটকে ‘শক্ত’ বলে ট্রোলড, কড়া জবাব জয়জিতের

জয়জিৎ-এর পালটা জবাব 

Joyjit hits back at trolls: ‘বন্দে ভারতের সিট-গুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে’, জয়জিতের মন্তব্য ঘিরে শোরগোল, বিদ্রুপের মুখে পড়ে পালটা জবাব দিলেন অভিনেতা। 

আচমকাই সংবাদ শিরোনামে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ‘বন্দে ভারত এক্সপ্রেস'-এর সমালোচনা করায় সোশ্য়াল মিডিয়ার একটা বড় অংশের তোপের মুখে টলি অভিনেতা। এক ঢিলে দুই পাখি মারতে দু-দিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন জয়জিৎ। মঙ্গলবার অরিজিতের শিলিগুড়ি কনসার্ট দেখে দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিনেতা,সেই সফরের জন্য তাঁর বাছাই ছিল বন্দে ভারত এক্সপ্রেস।

সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত-এ চড়ার শখ পূরণ করতেই এই ট্রেন বেছেছিলেন জয়জিৎ। তবে ট্রেন-সফরের পর বেশ হতাশ হন তিনি। সেই কথা সংবাদমাধ্যমে ফাঁস করেন। জানান, ‘বন্দে ভারত এক্সপ্রেসের সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে!’ ব্যাস, এতেই রে রে করে উঠেন মোদী ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় লাগাতার ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন অভিনেতা। নেটিজেনদের একটা বড় অংশ দাবি করে, তৃণমূল সমর্থক বলেই নরেন্দ্র মোদীর দেওয়া বন্দে ভারত এক্সপ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন জয়জিৎ।

ট্রোলিংয়ের মাত্রা লাগাম ছাড়ানোয় ধৈর্য্যের বাঁধ ভাঙলো জয়জিতের। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার পাতাতেই পালটা জবাব দিলেন অভিনেতা। তিনি লেখেন, ‘দাদা-দিদির ভক্তদের একটাই সমস্যা। তাঁদের আমলে জনগণনের অর্থে তৈরি করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে।’’ জয়জিতের বক্তব্য পরিষ্কার। এরই সঙ্গে অভিনেতা লিখেছেন, ‘‘নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায়) তাঁদের হেব্বি চুলকোয়। তা চুলকোক।’

এখানেই থেমে যাননি বিগ বস বাংলার দ্বিতীয় সিজনের বিজয়ী। জয়জিৎ আরও লেখেন, ‘তারা পদলেহন করুক। আমার তাতে কিস্সু যায় আসে না। আমি গরুর দুধে সোনা খুঁজি না আর চাকরি বেচে পয়সা রোজগার করি না | আমার মতামত আমি দেবো তাতে আমার দাড়িও বাড়বেনা হাওয়াই চটির রং ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতারাম।’

আরও পড়ুন- বন্দে ভারতে চড়ে হতাশ জয়জিৎ! ছেলেকে নিয়ে অরিজিতের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে অভিনেতা

আপতত ছেলে যশোজিৎ-কে নিয়ে দার্জিলিং-এ ছুটি কাটাতে ব্যস্ত অভিনেতা। দার্জিলিং ডায়রির একের পর এক ছবি উঠে আসছে তাঁর ফেসবুকে। কখনও ছেলের সঙ্গে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত, তো কখনও প্রকৃতির কোলে সময় কাটাতে ব্যস্ত বাবা-ছেলে। এই বিতর্ক প্রসঙ্গে, এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, ‘গণপরিবহনের ভাল-খারাপটা প্রকাশ্যে তুলে ধরার মধ্যে দিয়ে আমি কোন রাজনৈতিক দলের বিরোধিতা করছি তা স্পষ্ট হয় কি না, আমার জানা নেই’। 

 

বন্ধ করুন