বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ও দুধর্ষ কুল’, সলমনের সঙ্গে প্রথম পরিচয় নিয়ে অকপট ববি দেওল

‘ও দুধর্ষ কুল’, সলমনের সঙ্গে প্রথম পরিচয় নিয়ে অকপট ববি দেওল

সলমন-ববি

ববি দেওল একটি পুরানো সাক্ষাত্কারে বলেছিলেন, সলমনের সঙ্গে প্রথম পরিচয়ের পর থেকেই তাঁদের যোগাযোগ শুরু। 

বৃহস্পতিবার ৫৩ বছরে পা দিলেন বলিউড অভিনেতা ববি দেওল। প্রবীন অভিনেতা ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি। নব্বইয়ে দশকে বলিউডে দাপিয়ে কাজ করেছিলেন।মাঝে বেশ কিছু বছর লাইমলাইটের জগত থেকে দূরত্ব বজায় রেখেছিলেন।

অভিনেতা সলমন খানের সঙ্গে সমসাময়িক সময়ে বলিউডে পা রেখেছিলেন ববি দেওল। 'সোলজার', ‘বরসাত’-এর মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন সেই সময়। পুরনো এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে প্রথম দেখা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। 

বেশ কয়েক বছর বিরতির পর ২০১৮ সালে বলিউডে কামব্যাক করেছিলেন ববি। সলমন খানের সঙ্গে ‘রেস থ্রি' ছবিতে দেখা মিলেছিল তাঁর। সাক্ষাত্কারে, তিনি কাজ দেওয়ার সলমনের প্রশংসাও করেছিলেন। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া তৎকালীন সাক্ষাৎকারে ববি বলেছিলেন, সলমনের সঙ্গে যখন প্রথম তাঁর দেখা হয়েছিল। সেই সময়টা ঠিক কেমন ছিল। ‘একটা সিনেমা হয়েছিল, যেখানে আমি বাইক স্টান্ট করছিলাম। যখন আমি স্টান্ট করছিলাম, তখনই প্রথম সলমনের সঙ্গে পরিচয় হয় আমার’। 

অভিনেতা আরও বলেন, ‘ওর প্রথম সিনেমা চলছিল। ও যেন সেই বিষয় খুব সাধারণ ছিল। ও অনেক বড় স্টার হয়ে যাবে, এই ধরণের কোনও ভাবনাই ওর মধ্যে ছিল না। খুব কুল দেখাচ্ছিল ওকে। তখন থেকেই আমাদের পরিচয় শুরু’। ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সলমন। সেরা মেল ডেবিউ হিসেবে ছবির জন্য 'ফিল্মফেয়ার' পুরস্কার জিতেছিলেন তিনি। বেশ কিছু সমস্যা কাটিয়ে ১৯৯৫ সালে ববি দেওলের প্রথম ছবি ‘বরসাত’ মুক্তি পেয়েছিল।

ববি দেওলকে শেষবার নেটফ্লিক্সের সিনেমা ‘Class Of ‘83’তে দেখা গিয়েছিল। ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেতার আসন্ন ছবি ‘লাভ হস্টেল’।

 

বন্ধ করুন