একদিকে তিনি বলিউডের সফল অভিনেত্রী, অন্যদিকে তারকা-পত্নী, দুই সন্তানের মা। পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন কীভাবে ব্যালেন্স করে চলতে হয়, তার জাদুমন্ত্র জানেন করিনা কাপুর খান। বছর খানেক আগেই রেডিও শো-এর সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন বেবো। করিনা সঞ্চালিত ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ শুরু থেকেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই রেডিও টক শো-এর চার নম্বর সিজন চলছে। বলিউডের বহু তারকাই শামিল হন করিনার অনুষ্ঠানে, কাপুর ও খান পরিবারের অধিকাংশ সদস্যই করিনার শো'র অংশ হয়েছেন। সেই নিয়ে কম ট্রোলড হন না নায়িকা।
নিন্দকরা বলেন, ‘করিনা তো শুধু পরিবার আর বন্ধুদেরই শো’তে আমন্ত্রণ জানায়'। চলতি সিজনেও করিনার খুড়তুতো ভাই রণবীর অতিথি হিসাবে হাজির ছিলেন। এর আগে স্বামী সইফ, শাশুড়ি শর্মিলা ঠাকুর, ননদ সোহা আলি খান, নন্দাই কুণাল খেমু থেকে দিদি করিশ্মা কাপুর, বেস্ট ফ্রেন্ড মালাইকা আরোরা, অমৃতা আরোরারা করিনার শো-এর অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। বোঝাই যাচ্ছে, করিনার শো-এর বেশিরভাগটা জুড়েই রয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।
তাহলে করিনা কি অন্য সেলেবদের ইচ্ছাকৃতভাবেই শো'তে ডাকেন না? নাকি চেনা-পরিচিতের বাইরে কেউ করিনার শো'তে আসছে চায় না? এই কটাক্ষ নিয়ে অভিনেত্রীর সাফ জবাব, ‘আসলে আপনারাই আমার পরিবার এবং বন্ধুদের নিয়ে হাজারো বিষয় জানতে চান। লোকজন চায় আমাদের কথাবার্তা শুনতে, একসঙ্গে দেখতে। তাঁদের মনে অনেক প্রশ্ন, যে আমাদের মধ্যে বাস্তব জীবনে কী ধরণের কথাবার্তা হয়। আপনারাই তো চান শুনতে আমার পরিবার-বন্ধুদের মতামত'।
পর্দায় গড়গড়িয়ে হিন্দি বললেও, বাস্তব জীবনে সরগর হিন্দি বলতে হোঁচট খান ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা করিনা কাপুর খান। খারাপ হিন্দি নিয়ে বেবোকে খোঁটা দেন এক নেটিজেন। জানান, এই ব্যাপারটা বড্ড ‘অদ্ভূত’। যদিও করিনার কথায়, ‘এতে অদ্ভূত কী আছে শুনি? ছবির চিত্রনাট্য মুখস্থ করতে আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়, কিন্তু এখানে (চ্যাট শো) সেই সুযোগ থাকে না। পরিচালক আমাকে ওতোটাও সময় দেন না কিংবা আমি দিতে পারি না’।
করিনাকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিং চড্ডা’য়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। আপতত ‘দ্য ক্রিউ’ ছবির কাজে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তাবু, কৃতি শ্যাননদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নবাব বেগম। পাশাপাশি হনসল মেহতার পরবর্তী ছবিতেও দেখা যাবে করিনাকে। এছাড়াও সুযোগ ঘোষের নেটফ্লিক্স ছবির সঙ্গে ওটিটি-তে পা রাখছেন অভিনেত্রী। ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ উপন্যাস অবলম্বনে তৈরি এই সাসপেন্স থ্রিলার।