পরিবারের সকলের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে থাকেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাবা-মায়ের সঙ্গে পৈতৃক বাড়ি ‘রামায়ণ’-এ থাকেন তিনি। ১০ তলা বিল্ডিং! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষি জানান, এত বড় বাড়ির সত্যিই প্রয়োজন নেই! এত বিশাল জায়গা নিয়ে এই বাড়ি, কথোপকথনে যথেষ্ট সমস্যা হয় তাঁদের।
মায়ানগরীর বুক ১০ তলা বিল্ডিং ‘রামায়ণ’। এত বড় বাড়িতে কথোপকথনের ক্ষেত্রে ইন্টারকলের শরণাপন্ন হন তাঁরা। নয়তো ফোনে ফোনে একে অপরে মেসেজ করেন। পরিবারের সকল হোয়াটস অ্যাপ ব্যবহার করেন না। অ্যাপার্টমেন্টে লিফটের সহায়তায় ওঠা-নামা করেন তাঁরা। পাশাপাশি নিজের বাড়ির কোণা কোণা ঘুরিয়ে দেখান অভিনেত্রী।
আর্ট, খেলাধুলোর প্রতি দুর্দান্ত আকর্ষণ রয়েছে সোনাক্ষীর। নিজের আঁকা পছন্দের একটি পেইন্টিংও দেখিয়েছেন তিনি। ঘুরিয়ে দেখিয়েছেন নিজের রান্নাঘর। জানিয়েছেন, আসন্ন সিনেমা ‘Double XL’-এর জন্য ১২ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে, চরিত্রের তাগিদে। নায়িকার কথায়, দশতলা বাড়ি হলেও, একবারের জন্য মনে হয়নি যে তিনি কোনও ফিল্মস্টারের পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর কাছে তাঁর বাবা-মা স্টার নন, শুধুমাত্র নিজের বাবা-মা।
এর আগেও নিজের নতুন বাড়ি নিয়ে ইনস্টাগ্রামে ধরা দিয়েছিলেন তিনি। বান্দ্রায় একটি 4BHK ফ্ল্যাট কিনেছিলেন সোনাক্ষী। জানিয়েছিলেন, ‘আমি যখন থেকে কাজ করা শুরু করেছি, আমার স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি কেনবার। এটা আমার পরিশ্রমের টাকা দিতে কেনা। হয়ত কয়েক বছর এদিক-ওদিক হয়েছে, তবে শেষপর্যন্ত আমি কিনেছি’। সোনাক্ষীর কথায়, এটা তাঁর স্বপ্নপূরণ।
সম্প্রতি, সাক্ষাৎকারে নিজের আসন্ন সিরিজ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সিরিজের বাইক চালানো থেকে পুলিশি রোলে অভিনয়, ওজন কমানো বাড়ানো নিয়েও অকপট নায়িকা। ‘রামায়ণ’-এ নিজের ব্যক্তিগত ফ্লোরটি নতুন করে সাজিয়েছিলেন। সোনাক্ষীর ফ্লোরের ইন্টিরিয়ারের যাবতীয় কাজ সেরছেন ডিজাইনার রুপিন সুচক।