বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এত বড় বাড়ির আমাদের প্রয়োজন নেই’, ১০ তলা বিল্ডিং ঘুরিয়ে দেখিয়ে অকপট সোনাক্ষী

‘এত বড় বাড়ির আমাদের প্রয়োজন নেই’, ১০ তলা বিল্ডিং ঘুরিয়ে দেখিয়ে অকপট সোনাক্ষী

সোনাক্ষী সিনহা

বাবা-মায়ের সঙ্গে পৈতৃক বাড়ি ‘রামায়ণ’-এ থাকেন সোনাক্ষী সিনহা। ১০ তলা বিল্ডিং! বাড়ি ঘুরিয়ে দেখালেন অভিনেত্রী।

পরিবারের সকলের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে থাকেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাবা-মায়ের সঙ্গে পৈতৃক বাড়ি ‘রামায়ণ’-এ থাকেন তিনি। ১০ তলা বিল্ডিং! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষি জানান, এত বড় বাড়ির সত্যিই প্রয়োজন নেই! এত বিশাল জায়গা নিয়ে এই বাড়ি, কথোপকথনে যথেষ্ট সমস্যা হয় তাঁদের। 

মায়ানগরীর বুক ১০ তলা বিল্ডিং ‘রামায়ণ’। এত বড় বাড়িতে কথোপকথনের ক্ষেত্রে ইন্টারকলের শরণাপন্ন হন তাঁরা। নয়তো ফোনে ফোনে একে অপরে মেসেজ করেন। পরিবারের সকল হোয়াটস অ্যাপ ব্যবহার করেন না। অ্যাপার্টমেন্টে লিফটের সহায়তায় ওঠা-নামা করেন তাঁরা। পাশাপাশি নিজের বাড়ির কোণা কোণা ঘুরিয়ে দেখান অভিনেত্রী।

আর্ট, খেলাধুলোর প্রতি দুর্দান্ত আকর্ষণ রয়েছে সোনাক্ষীর। নিজের আঁকা পছন্দের একটি পেইন্টিংও দেখিয়েছেন তিনি। ঘুরিয়ে দেখিয়েছেন নিজের রান্নাঘর। জানিয়েছেন, আসন্ন সিনেমা ‘Double XL’-এর জন্য ১২ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে, চরিত্রের তাগিদে। নায়িকার কথায়, দশতলা বাড়ি হলেও, একবারের জন্য মনে হয়নি যে তিনি কোনও ফিল্মস্টারের পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর কাছে তাঁর বাবা-মা স্টার নন, শুধুমাত্র নিজের বাবা-মা।

এর আগেও নিজের নতুন বাড়ি নিয়ে ইনস্টাগ্রামে ধরা দিয়েছিলেন তিনি। বান্দ্রায় একটি 4BHK ফ্ল্যাট কিনেছিলেন সোনাক্ষী। জানিয়েছিলেন, ‘আমি যখন থেকে কাজ করা শুরু করেছি, আমার স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি কেনবার। এটা আমার পরিশ্রমের টাকা দিতে কেনা। হয়ত কয়েক বছর এদিক-ওদিক হয়েছে, তবে শেষপর্যন্ত আমি কিনেছি’। সোনাক্ষীর কথায়, এটা তাঁর স্বপ্নপূরণ।

সম্প্রতি, সাক্ষাৎকারে নিজের আসন্ন সিরিজ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সিরিজের বাইক চালানো থেকে পুলিশি রোলে অভিনয়, ওজন কমানো বাড়ানো নিয়েও অকপট নায়িকা। ‘রামায়ণ’-এ নিজের ব্যক্তিগত ফ্লোরটি নতুন করে সাজিয়েছিলেন। সোনাক্ষীর ফ্লোরের ইন্টিরিয়ারের যাবতীয় কাজ সেরছেন ডিজাইনার রুপিন সুচক।

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন বৈদিক মন্ত্র পড়ে সমকামী বিয়ে মেনে নিল ভারতের এই প্রতিবেশী দেশ ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি Anti-aging Tips: ৫০ বছর বয়সেও আপনাকে ২৫ বছর বয়সী দেখাবে, এই টিপস মানুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.