বলিউডের প্রতিটি ছবি কিছু না কিছু ছাপ ফেলে যায় দর্শকদের মনে। কখনও ছবির গান, কখনও আবার গল্প অভিনয়। তবে এগুলো ছাড়াও বেশ কিছু সংযোজন থাকে ছবিতে যা মুহূর্তে ছবিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ‘ধুম’, ‘কর্মা’, ‘ববি’ থেকে ‘হে রাম’---বলিউডে সেরা ১০ চরম ঘনিষ্ঠ চুমুর দৃশ্য।
1/11ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন সিনেমায় সামান্যতম অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় পড়ে যেত। সময় পালটেছে। সময়ের সঙ্গে শিল্পের বিকাশ হয়েছে। ইন্ডাস্ট্রি এখন প্রেম ও রোম্যান্সের এক নতুন যুগে প্রবেশ করেছে। দুটি ফুল একে অপরের কাছাকাছি আসা থেকে, আমরা এখন দেখছি সেলিব্রিটিরা তাঁদের রোম্যান্স প্রদর্শন করতে পর্দায় চুম্বন দৃশ্যে স্বচ্ছন্দ্য হয়েছেন। বলিউড চলচ্চিত্রে সেরা ১০টি চুম্বন দৃশ্য দেখুন-
2/11ধুম ছবিতে চুমুর দৃশ্যে হৃতিক- ঐশ্বর্য। অনস্ক্রিন জুটির এই দৃশ্য দাগ কেটেছে দর্শকের মনে।
3/11হিমাংশু রাই এবং দেবিকা রানি ৩০-এর দশকে সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন পর্দায়। 'কর্মা' ছবির জন্য লিপ-লক দৃশ্যের জন্য শ্যুট করেছিলেন তাঁরা। ভারতীয় সিনেমার ফার্স্ট লেডি হিসেবে পরিচিত দেবিকা রানির হিমাংশু রাইয়ের সঙ্গে লিপ-লক দৃশ্য ছিল। হিমাংশু রাই ছিলেন তাঁর রিলে সহ-অভিনেতা এবং বাস্তব জীবনের স্বামী।
4/11'ববি' ছিল ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়ার প্রথম ছবি। ইন্ডাস্ট্রির অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয় এই ছবি। ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়াকে গভীর চুম্বন দৃশ্যে লিপ্ত হতে দেখা গিয়েছিল ছবিতে।
5/11জিনাত আমান নিঃসন্দেহে তাঁর সময়ে বলিউডের অন্যতম হটেস্ট আইকন ছিলেন। মানুষ তার জন্য পাগল ছিল। 'সত্যম শিবম সুন্দরম' (১৯৭৮) ছবিতে শশী কাপুর ও জিনাতের সিজলিং চুম্বন দর্শকদের পাগল করে তুলেছিল।
6/11মাধুরী দীক্ষিত নেনে বলিউডের ধকধক গার্ল হিসেবে পরিচিত। বলিউডে নবীন অভিনেত্রী মাধুরী সিনিয়র অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে এক চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন।
7/11‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে এই চুমুর দৃশ্যে নজর কেড়েছিলেন আমির খান ও করিশ্মা কাপুর।