কিছু কিছু কাজ থাকে যা আমাদের খুব কাছের হয়। যে কাজ আমাদের গোটা কেরিয়ারকে আমূল পাল্টে দেয়। তেমনই অমিত সাধের জীবনে এই কাজ হল কায় পো চে। এই ছবিটি তাঁর গোটা কেরিয়ারকে একটা নতুন বাঁকে এনে দাঁড় করিয়েছিল। স্পটলাইটে উঠে এসেছিলেন তিনি। আর সেই কারণেই এই ছবিটা তাঁর জীবনে এতটা স্পেশাল। তাঁর মনের খুব কাছের হয়ে থেকে গিয়েছে এটি। আর দেখতে দেখতে সেই ছবিই ১০ বছর পার করে ফেলল। সেই ছবি প্রসঙ্গেই সহকর্মী, তথা সহ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া নিয়ে নিজের নানা মতামত জানালেন অভিনেতা।
কায় পো চে ছবিটি চেতন ভগতের দ্য থ্রি মিসটেকেস অব মাই লাইফ উপন্যাসের অবলম্বনে এই ছবিটি তৈরি হয়েছিল। উপন্যাসটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর ২০১৩ তে মুক্তি পায় এই ছবি। সেখানে মুখ্য ভূমিকায় সুশান্ত সিং রাজপুত ছাড়াও অমিত সাধ এবং রাজকুমার রাওকে দেখা গিয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন অভিষেক কাপুর। ২০২০ সালে আত্মহত্যা করেন সুশান্ত।
এই ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, 'কায় পো চে ছবিটি আমার কাছে একটি বিশেষ ছবি হয়ে থাকবে। আমার এখনও খুব ভালো ভাবে সেই দিনগুলোর কথা মনে আছে। গাট্টু আমাদের একদম সৎ, ন্যাচরাল ভাবে দেখাতে চেয়েছিল এই ছবিতে। আর ফলস্বরূপ দর্শকদের দারুণ ভালো লেগেছিল ছবিটি। দারুণ প্রতিক্রিয়া মিলেছিল।' তিনি আরও বলেন, 'আমরা তিনজনই তখন প্রায় নবাগত ছিলাম ইন্ডাস্ট্রিতে। আর এই ছবির হাত ধরে আমাদের মধ্যে বন্ডিংটা গড়ে উঠেছিল। আমরা একে অন্যের কাজ করার ধরন বুঝতাম, সেটা অন্যের সঙ্গে মিশিয়ে কীভাবে কাজ করা যায় সেটার চেষ্টা করতাম। আর সবটার ফলে এই ছবি আজও আইকনিক হয়ে আছে।'
সুশান্তের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ওকে আজও কেউ ভোলেনি। আমি ওকে উদযাপন করি ওর ছবির মধ্যে দিয়ে। আর ওর স্মৃতিগুলোকে আমার মধ্যে বাঁচিয়ে রাখি।'
এই ছবিটি তাঁর কেরিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাও জানান তিনি। তাঁর কথায়, 'এই ছবির কারণেই আমার মধ্যে আত্মবিশ্বাস জেগেছিল। যাঁরা আমায় সাহায্য করেছিল তাঁদের কথা মনে রেখেই বলছি এই ছবি আমার ভিত তৈরি করে দিয়েছিল। শুভারম্ভ গানের প্রথম শট দেওয়ার পর গাট্টু আমায় বলেছিল যে এটা আমার পুনর্জন্ম হল। ও সবসময় ভীষণ উৎসাহ দিত। আমিও আমার কাজে ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করতাম। ভীষণ কঠোর পরিশ্রম করেছি সেই সময়।'
কিউ হোতা হ্যায় পেয়ার ধারাবাহিকের হাত ধরে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। এরপর তাঁকে একাধিক সিনেমায় দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শকুন্তলা দেবী, ইয়ারা, অবরোধ, জিত কী জিদ, ইত্যাদি।
সম্প্রতি তিনি তাঁর নতুন কাজ পুনে হাইওয়ের শ্যুটিং শেষ করেছেন। এটি বাগস ভার্গবের লেখা এবং পরিচালিত ছবি।