বাংলা নিউজ > বায়োস্কোপ > 100%: পরের ছবি হান্ড্রেড পার্সেন্ট-এর ঘোষণা শেহনাজের, সঙ্গে বলিউডের বড় তারকারা

100%: পরের ছবি হান্ড্রেড পার্সেন্ট-এর ঘোষণা শেহনাজের, সঙ্গে বলিউডের বড় তারকারা

সলমন খানের পর জন আব্রাহামের সঙ্গে কাজ করবেন শেহনাজ গিল হান্ড্রেড পার্সেন্ট ছবিতে।

সলমন খানের সঙ্গে ডেবিউ। পরের ছবি জন-রীতেশ-নোরার সঙ্গে। বাজিমাত শেহনাজ গিলের। 

প্রথম ছবি সলমন খানের সঙ্গে। এবার পরের ছবির ঘোষণা করলেন অভিনেত্রী শেহনাজ গিল। সিনেমার নাম ‘100%’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি জানালেন পরের বছর আসছে এই ছবি। আর সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন জন আব্রাহাম, রীতেশ দেশমুখ, নোরা ফতেহি।

টি-সিরিজের এই সিনেমার টিজার বলছে এতে রয়েছে ২০ শতাংশ কমেডি, ২০ শতাংশ রোম্যান্স, ২০ শতাংশ মিউজিক, ২০ শতাংশ গড়বড় আর ২০ শতাংশ মারামারি। সব মিলিয়ে ১০০ শতাংশ। টিজারে বলা হল এই ছবি ‘প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, পরিবার নিয়ে আর গুপ্তচর।’ ছবির পরিচালনা করবেন সাজিদ খান। ২০২৩-এর দিওয়ালিতে ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। মি টু-র অভিযোগ আসার বহু বছর পর ফিরছেন সাজিদ খান। আরও পড়ুন: জুতোর ব্যবসায় নামল শিল্পা-রাজের ১০ বছরের ছেলে ভিয়ান, দাম শুরু ৫ হাজার থেকে

এই ক্লিপ শেয়ার করে শেহনাজ লিখলেন, ‘হাস্যরসের রোলার কোস্টার রাইড, সঙ্গে মারপিট, গান আর গুপ্তচর। আমরা আপনাদের ১০০ শতাংশ বিনোদন দেব। ২০২৩-এর দিওয়ালি আরও বড় হতে চলেছে। আপনি তৈরি তো?’ এই পোস্টে জন, রীতেশ আর নোরাকে ট্যাগ করেন শেহনাজ।

এই খবরে ভক্তরা শুভেচ্ছা জানাল শেহনাজকে। একজন লিখলেন, ‘তোমার জন্য খুব খুশি আমরা’। অপরজন লিখছেন, ‘তুমি একদিন ১ নম্বর হবে দেখে নিও’। সঙ্গে অনেকেই জানিয়ে দিলেন এই সিনেমা তাঁরা মিস করবেন না একেবারেই। দেখবেনই। আরও পড়ুন: বন্ধুর প্রেমিককেও ছাড়েননি এই নায়িকারা! বলিউডের এই প্রেমগুলি সবচেয়ে বিতর্কিত

শেহনাজকে শেষ দেখা গিয়েছে পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’-এ, দিলজিৎ দোসাঞ্ঝের বিপরীতে। আর সলমনের ‘কিসিকা ভাই কিসিকা জান’ দিয়ে বলি ডেবিউ হবে তাঁর। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমায় রয়েছেন ভেঙ্কটেশ ডাগ্গুবতী, পূজা হেগড়ে, জগপতি বাবু, জস্সি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম। এই বছরের ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এদিকে এটাও খবর সময়টা ভালো যাচ্ছে শেহনাজের। কারণ নতুন ছবির পাশাপাশি তিনি নতুন ভালোবাসার দেখাও পেয়েছেন। সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা মন দিয়ে ফেলেছেন রাঘব জুয়ালকে। একসঙ্গে হৃষিকেশ ঘুরতেও গিয়েছিলেন। যদিও এই নিয়ে প্রশ্ন উঠতেই রেগে আগুন হন শেহনাজ। প্রশ্ন তোলেন, কারও সঙ্গে ঘুরতে যাওয়া মানই কি প্রেম?

 

বন্ধ করুন