বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreya Ghoshal: ১৪ বছর বয়সী শ্রেয়া ঘোষালের কন্ঠে রাজস্থানের লোকগান, নস্টালজিক ভক্তরা! রইল ভিডিয়ো

Shreya Ghoshal: ১৪ বছর বয়সী শ্রেয়া ঘোষালের কন্ঠে রাজস্থানের লোকগান, নস্টালজিক ভক্তরা! রইল ভিডিয়ো

হু হু করে ভাইরাল শ্রেয়ার পুরোনো ভিডিয়ো

‘সারেগামা’র সেমি ফাইনাল রাউন্ডে ঊষা মঙ্গেশকরের গাওয়া একটি জনপ্রিয় রাজস্থানি লোকগান গেয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন শ্রেয়া। দেখুন ২৪ বছর আগের সেই ভিডিয়ো-

শুধু বলিউড নয়, ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এই বঙ্গ তনয়ার জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে। মাত্র চার বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন শ্রেয়া। ছোট থেকেই সঙ্গীতই ছিল তাঁর ধ্যান-জ্ঞান।

জন্ম পশ্চিমবঙ্গে হলেও শ্রেয়ার বড় হয়ে উঠা রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতারে। কিশোরি শ্রেয়া ১৯৯৯ সালে জি টিভি-র রিয়ালিটি শো ‘সারেগামা’তে অংশ নিয়েছিলেন। তাঁর সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা দেশ। আজকের যুগের রিয়ালিটি শো-এর মতো ছিল না তখনকার এই অনুষ্ঠান। আজ থেকে ২৩ বছর আগে ‘সারেগামা’-র চ্যাম্পিয়ান হয়েছিল এই সুরের জাদুকরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে গাওয়া শ্রেয়ার একটি পুরোনো গান।

ওইদিনের এপিসোডে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন ঊষা খান্না এবং শাবির কুমার। তাবড় তাবড় সংগীত শিল্পীদের সামনে মাইক হাতে গান গাইতে গিয়ে এতটুকুও কনফিডেন্স নড়ে যায়নি শ্রেয়ার। ঊষা মঙ্গেশকরের গাওয়া একটি জনপ্রিয় রাজস্থানি লোকগান উপস্থাপন করেন শ্রেয়া। সঞ্চালক সোনু নিগম শ্রেয়াকে প্রশ্ন করেছিলেন, ‘তোমার মাতৃভাষা বাংলা, তুমি রাজস্থানি গান কেন গাইছো?’ কিছুটা লজ্জামাখা মুখে শ্রেয়া জানান, ‘ভারতের সব ভাষাই আমার খুব পছন্দের’।

এই শো-এর সুবাদেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির নজরে আসেন শ্রেয়া। পরিচালকের ‘দেবদাস’ ছবির সঙ্গে বলিউডের প্লে-ব্যাকের দুনিয়ায় আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘বৈরি পিয়া’, ‘ঢোলা রে’, ‘মোরে পিয়া’-র মতো কালজয়ী গান গেয়ে রাতারাতি স্টার গায়িকা হয়ে উঠেন শ্রেয়া ঘোষাল। এই ছবির জন্য মাত্র ১৮ বছর বয়সে শ্রেষ্ঠ গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন শ্রেয়া। 

এরপর গত দু-দশক ধরে ১৫টির বেশি ভাষায় এক হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন শ্রেয়া। লতা মঙ্গেশকরের অন্ধ ভক্ত গায়িকা। গত বছরেই শ্রেয়ার কোল আলো করে এসেছে পুত্র সন্তান। এখন কেরিয়ারের পাশাপাশি মায়ের দায়িত্ব পালনেও ব্যস্ত শিল্পী। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.