বাড়ি যেতে চান জ্যাকলিন ফার্নান্ডিজ। ক্রিসমাসের আগে পরিবারের মানুষজনদের সঙ্গে দেখা করতে আগামী ২৩শে ডিসেম্বর বাহরিন যেতে ইচ্ছুক জ্যাকলিন, এর জন্য দিল্লির পাতিয়ালা আদালতে আবেদন জানালেন অভিনেত্রী। এদিন এই আর্জি নিয়ে নিজে আদালতে হাজির হন জ্যাকলিন। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জবাব চেয়েছে কোর্ট। অতিরিক্ত সেশন জার্জ শৈলেন্দ্র মালিক ইডিকে আগামী ২২শে ডিসেম্বরের মধ্যে এই আবেদনের জবাব দিতে বলেছেন। ওইদিনই এই মামলার শুনানি হবে কোর্টে.
শ্রীলঙ্কান নাগরিক হলেও জ্যাকলিনের জন্ম এবং বড় হয়ে ওঠা মধ্যপ্রাচ্য়ের দেশ বাহরিনে। সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত আর্থিক তছরুপ মামলার অন্যতম অভিযুক্ত জ্যাকলিন, আপতত জামিনে মুক্ত রয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে জ্যাকলিনের, সেইজন্যই আদালতের দ্বারস্থ নায়িকা।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কিত ২০০ কোটির এই আর্থিক কেলেঙ্কারির মামলায় গত অগস্ট মাসে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেখানেই মামলার অন্যতম অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়। এরপর গ্রেফতারির হাত থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হন জ্যাকলিন, নভেম্বরেই জ্যাকলিনের আগাম জামিনের আর্জিতে শিলমোহর দিয়েছিল আদালত। যদিও ইডি সেই জামিনের বিরোধিতা করে। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, শুরু থেকেই এমনটাই দাবি ইডির। এই মামালায় জ্যাকলিনের ৭.২ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পাতিয়ালা কোর্টে জ্যাকলিন
(PTI)ডিসেম্বরের গোড়াতেই এই মামলার অপর অভিযুক্ত পিঙ্কি ইরানিকেও গ্রেফতার করে ইডি। সুকেশের সঙ্গে জ্যাকলিন,নোরা-সহ বাকি নায়িকাদের দেখা করানোর দায়িত্বে ছিলেন পিঙ্কি। অন্যদিকে গত ১২ই ডিসেম্বর আদালতে জ্যাকলিনের নামে মানহানির মামলা করেছেন নোরা। ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নোরার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছেন জ্যাকলিন, অভিযোগ ‘সাকি গার্ল’-এর।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। ফাঁস হয় দুজনের অন্তরঙ্গ ছবিও। তারপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না জ্যাকলিনের। যদিও এর খুব বেশি প্রভাব নজরে আসেনি অভিনেত্রীর কেরিয়ারে। শুক্রবার মুক্তি পাবে জ্যাকলিনের আসন্ন ছবি ‘সাকার্স’। রণবীর সিং এবং পূজা হেগড়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছবির প্রচারে অংশ নিয়েছেন জ্যাকলিনও।