বাঙালি হয়েও বাণিজ্যনগরীর বা আরও ভালো করে বললে বলিউডের ফ্যাশন দুনিয়া রাজ করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর ফ্যাশন হাউজ এদিন ২৫ বছর পূর্ণ করল। আর সেই উপলক্ষে বিশেষ উদযাপনে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন অনন্যা পান্ডে, অদিতি রাও হায়দারি, আলিয়া ভাট সহ অনেকেই।
আরও পড়ুন: মহম্মদ সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি? জনাইয়ের জন্মদিনের ছবি ঘিরে শুরু জল্পনা
সব্যসাচী মুখোপাধ্যায়ের ২৫ বছরের উদযাপনে আলিয়া টু অনন্যা সবাইকে অল ব্ল্যাক লুকে দেখা গিয়েছে। অনন্যা পান্ডে পরেছিলেন কালো মিনি ড্রেস যেখান গোল্ডেন পলকা ডট দেখা গিয়েছে। তাঁর এদিনের গোটা লুকটা ৬০-৭০ দশকের অভিনেত্রীদের ফ্যাশনের কথা মনে করিয়েছে।
আলিয়া ভাট একটি স্লিভলেস শিমারি ব্লাউজের সঙ্গে কালো শাড়ি পরে এসেছিলেন। করেছিলেন স্মার্ট একটি খোঁপা। অদিতি রাও হায়দারি এদিনের অনুষ্ঠানের জন্য পরেছিলেন কালো রঙের একটি আনারকলি। বলাই বাহুল্য তাঁরা সকলেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেই এসেছিলেন। শর্বরী ওয়াগ, শোভিতা ধুলিপালা, সোনম কাপুর প্রমুখকেও দেখা যায় এদিনের অনুষ্ঠানে। সোনম কাপুর এদিন পরেছিলেন কালো রঙের একটা ড্রেস। শর্বরীকে যদিও কালো রঙের শাড়িতেই দেখা যায় এদিন। অন্যদিকে শোভিতা পরেছিলেন কালো সোনালি রঙের একটি গাউন।
অন্যদিকে দীপিকা পাড়ুকোন তাঁর মেয়ের জন্মের পর এই প্রথম র্যাম্পে হাঁটলেন। তিনি এদিন একটি ক্রিম শার্ট এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি কোট। চুলটাকে টেনে বেঁধে একটা স্মার্ট খোঁপা করেন। পরেছিলেন একটি চশমাও। এতদিন পর তাঁকে এই রূপে দেখে বলাই বাহুল্য তাঁর অনুরাগীরা ভীষণই মুগ্ধ।