বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘Ram Setu’s Box-Office Collection: বক্স অফিসে ‘রাম সেতু’র ২৬ কোটি, ‘থ্যাংক গড’ কতটা পাল্লা দিচ্ছে এর সঙ্গে

‘Ram Setu’s Box-Office Collection: বক্স অফিসে ‘রাম সেতু’র ২৬ কোটি, ‘থ্যাংক গড’ কতটা পাল্লা দিচ্ছে এর সঙ্গে

কেমন ব্যবসা করল ‘রাম সেতু’?

Akshay Kumar’s ‘Ram Setu’ collects 26 crore at the box office: অক্ষয় কুমারের ‘রাম সেতু’ বক্সঅফিসে ভালোই ব্যবসা করছে। কিন্তু তার পাশে কতটা টক্কর দিতে পারছে অজয় দেবগণের ‘থ্যাংক গড’?

অক্ষয় কুমারের ‘রাম সেতু’ বক্সঅফিসে ভালোই এগিয়ে চলেছে। মুক্তির দ্বিতীয় দিনের মধ্যে এই ছবি প্রায় ২৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। গুজরাট, রাজস্থান, বিহার এবং উত্তর প্রদেশে এই ছবি ভালো ব্যবসা রছে এই ছবি। সেখানে এই একই সময়ে মুক্তি পাওয়া অজয় দেবগণের ছবি ‘থ্যাংক গড’ এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই ছবির ব্যাসার অঙ্ক দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত ১৩.৫০ কোটি। দীপাবলির সময়ে মুক্তি পেয়েছিল হলিউডের ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিটিও। সেটি এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পেরেছে। 

প্রায় তিন বছর পরে ভারতের সিনেমাহলগুলি উৎসবের মরশুমে পুরোদস্তুর খোলা এবং ব্যবসা করছে। বিশেষজ্ঞদের ধারণাও ছিল এর পরেও এই উৎসবরে সময়ে মুক্তি পাওয়া হিন্দি ব্যবসা করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারে। বিষয়টি কিছুটা তাই হয়েছে। অক্ষয়ের ‘রাম সেতু’ বা সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাংক গড’— দুটোর কোনওটিই সেভাবে ব্যবসা করতে পারছে না। অক্ষয়ের ছবি ভালো ব্যবসা করলেও যতটা আশা করা হয়েছিল, ততটাও ভালো চলছে না ছবিটি। একাংশের ধারণা, এই দু’টি ছবির কোনওটিই সেভাবে পারিবারিক ছবি নয়। তাই উৎসবের মরশুমে খুব বেশি চাহিদা নেই ছবি দু’টির। 

গত বছর এই দীপাবলির সময়ে অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তি পেয়েছিল। সেই ছবির বিরাট অংশের ব্যবসা করে। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা গিয়েছে। পুরাণ ভিত্তিক থ্রিলার হওয়া সত্ত্বেও কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ছে ‘রাম সেতু’। আর ‘থ্যাংক গড’ একেবারেই শহুরে দর্শকের কথা মাথায় রেখে বানানো। ফলে এটির আবেদন এমনিতেই সারা ভারতের সব দর্শকের কাছে তুলনায় কম।

বিশেষজ্ঞদের মত, এই দু’টি ছবির ব্যবসার ক্ষেত্রে আরও বড় একটি সমস্যা দেখা গিয়েছে, কারণ এই দু’টি ছবির কোনওটিই দক্ষিণ ভারতে সেভাবে ব্যবসা করতে পারেনি। একই সময়ে দক্ষিণের ছবি দক্ষিণ ভারতের বাজার পুোরপুরি ধরে রেখেছে। ফলে সেখানে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে গিয়েছে দুই হিন্দি ছবি।

গত বছ দীপাবলির সময়ে মুক্তি পাওয়ার পর থেকে ‘সূর্যবংশী’ এখন পর্যন্ত প্রায় ১৯৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে শোনা যায়। তার তুলনায় এবার বলিউডের বক্সঅফিস প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কমে আছে। বিশেষজ্ঞরা এর আগের দীপাবলিতে ফ্যানচাইজি ছবিগুলি এই ব্যবসা অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল। এবার তেমন কোনও ছবি না থাকাও বলিউডের ব্যবসার সমস্যা সৃষ্টি করতে পারে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আলিয়ার মেয়ের নামে হাতি পুষছেন রাম চরণ! জানতে পেরেই রণবীর ঘরণী বললেন... দীপাবলির পরে মার্গী শনি বাড়াবে সমস্যা, ৩ রাশি হবে সংকটের সন্মুখীন থিম হচ্ছেন বিদ্যাসাগর আর রামমোহন, সেখানে রত্নগর্ভার তালিকায় মুখ্যমন্ত্রীর ছবি রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান মেডিক্যাল কলেজের লেডিজ় হস্টেলে ঢুকে হস্তমৈথুন করার সময় গ্রেফতার যুবক আনলাকি ৫৫৬ রান! টেস্টে এই রানে অলআউট হওয়া মানেই পরাজয় নিশ্চিত? অবাক করা তথ্য বিরক্তিকর ব্রণ তাড়াতে এই 'জঘন্য' কাজ করেন কুশা কপিলা! এটা কি সবাই করতে পারবেন হাসিমুখে চড়া শুল্ক চাপায় ভারত! মোদীকে ‘দারুণ লোক’ বলেও কড়া হুঁশিয়ারি ট্রাম্পের বাংলাদেশের থেকে ভারতের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত, একজোট না হলে…: মোহন ভগবৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.