অভিনেত্রী কাব্য থাপারকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন এই অভিনেত্রী। মত্ত অবস্থায় গাড়িতে ধাক্কা মারেন কাব্য, ঘটনাস্থলে মুম্বই পুলিশের নির্ভয়া স্কোয়াড (মহিলা পুলিশবাহিনী) পৌঁছালে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে জুহুর ভিলে পার্লে (ওয়েস্ট)-তে।
জে ডব্লু ম্যারিয়াট হোটেলের কাছে রাত ১টা নাগাদ একটি পার্কিংয়ে দাঁড়ায়ি থাকা গাড়িকে ধাক্কা মারেন কাব্য। সেই সময় কাব্যর সঙ্গে গাড়িতে ছিলেন এক পুরুষ বন্ধু। পার্টি থেকে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী। নির্ভয়া স্কোয়াডের অফিসারদের সঙ্গে অভব্য ব্যবহার করে মদ্যপ কাব্য, এরপর মত্ত অবস্থায় গাড়ি চালানো, অন-ডিউটি সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার-সহ একাধিক বিধিভঙ্গের জন্য কাব্যকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে এক মহিলা পুলিশ কনস্টেবলকে কলার ধরে ধাক্কা মারেন কাব্য, তাতে ওই পুলিশকর্মী মাটিতে পড়ে গিয়ে চোট পান। শুক্রবার সকালে অন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছে কাব্যকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট। আপতত বাইকুল্লা মহিলা সংশোধনাগারের রয়েছেন কাব্য, জামিন মঞ্জুর না-হওয়া পর্যন্ত এটাই ঠিকানা কাব্যর।