হায়দ্রাবাদের প্রিমিয়ারে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয় ৩২ বছর বয়সী রেবতী নামক একজন মহিলার। ওই মহিলার ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর যখন হয়। ঘটনাটি ঘটে যখন অভিনেতা থিয়েটারে প্রবেশ করেন, অভিনেতাকে এক ঝলক দেখার জন্যও ভক্তরা সামনে এগিয়ে আসেন এবং তখনই তৈরি হয় সমস্যা।
এই ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিজের পরিবারের সদস্যরা। BNS এর 105,118(1),3(5) ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় অভিনেতার তরফ থেকে পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে গুরুতর জখম হওয়া ওই ছেলেটির সমস্ত চিকিৎসার খরচের দায়ভার নেবেন অভিনেতা।
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?
আরও পড়ুন: হাসপাতালে শুয়েই স্বাস্থ্যের আপডেট দিলেন খোদ সুভাষ ঘাই! কেমন আছেন এখন?
শনিবার একটি প্রেস মিটে আল্লু অর্জুন মৃতের পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে বলেছেন, আমি যে টাকাটি দিচ্ছি তা শুধু আপনাদের পাশে থাকার জন্য। আমি এই ক্ষতিপূরণ কখনওই দিতে পারব না কিন্তু আপনাদের সাহায্য করার চেষ্টাটুকুও আমি করতে পারি। যিনি গুরুতরভাবে জখম হয়েছেন, তিনি সুস্থ হয়ে যাওয়ার পর আমি তাঁর সঙ্গে দেখা করব। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করব।
এবার হায়দ্রাবাদ পুলিশ এই ঘটনায় জড়িয়ে থাকার অপরাধে গ্রেফতার করল তিন অভিযুক্তকে। রিপোর্ট অনুযায়ী জানা যায়, পুলিশ যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। অভিযুক্তদের বিরুদ্ধে BNS এর 3(5) সহ 105,118 (1) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ৪ বছরে কাজ জোটেনি সিরিজ-সিনেমায়! 'দুই শালিক' খ্যাত চাঁদনি লিখলেন, 'হয়তো খালি অভিনয় যথেষ্ট নয়'
তবে শুধু এই একটি ঘটনা নয়, আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শোনা গেছে বিভিন্ন জায়গা থেকে। তেলেঙ্গানার একটি সিনেমাহলে ‘পুষ্পা ২’ না দেখানোর অপরাধে সিনেমা হলের মালিককে মারধর করার হুমকি দেয় এক তরুণ এবং তার বন্ধুবান্ধব, যদিও পরবর্তীকালে তাদের গ্রেফতার করা হয়।
‘পুষ্পা ২’ পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত। সিনেমায় ভানোয়ার সিং শেখাওয়াতকে খলনায়কের চরিত্রে দেখানোর জন্য পরিচালকের ওপর ক্ষুব্ধ কর্ণি সেনার প্রধান। তাঁর বিশ্বাস, এই চরিত্রের মাধ্যমে ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে।