২০ থেকে ২৮ নভেম্বর গোয়াতে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিফ্যাল অফ ইন্ডিয়া। এবার ২৫টি ফিচার ফিল্ম ও ২০টি নন ফিচার ফিল্ম দেখানো হবে। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমাও জায়গা করে নিয়েছে এই তালিকায়। রয়েছে সৌরভ পালোধির পরিচালনায় তৈরি অঙ্ক কি কঠিন এবং সৌকর্য ঘোষালের ভূতপরি।
২০ বছর বিরতির পর রাখি গুলজার ফিরছেন বাংলা সিনেমায় আমার বস সিনেমা দিয়ে। ছবি নিয়ে ইতিমধ্যেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। প্রথমে শোনা গিয়েছিল, গরমের ছুটি অর্থাৎ ২০২৪ সালের জুন-জুলাই মাসে সিনেমা হলে আসবে এই ছবি। কিন্তু পরে মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। আপাতত হলে আসার কথা এই ছবির পুজোর ছুটিতে। '55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি।
আরও পড়ুন: ‘ভাইকে চিমটি কাটত, ফেলে দিত…’! ফাঁস করল অভিনেত্রী মা! বলুন তো কে বলিউডের এই ভাই-বোন জুটি
সামাজিক মাধ্যমে টিম উইন্ডোজ লিখেছে 'আমরা গর্বিত'। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রতি দাসও। এটি ধরেই সিনেমার জগতে পা রাখছেন তিনি। এছাড়াও আমার বসে রয়েছন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেনরা।
আরও পড়ুন: ‘আমায় কেউ প্লেটে সাজিয়ে…’! স্ত্রী ২ প্রসঙ্গ উঠতেই কার্তিক বলল, ‘কোনো অভিযোগ নেই’
অন্য দিকে, 'ভূতপরী'তে জয়া এহসান রয়েছেন মুখ্য ভূমিকায়। ছবিতে তিনি ভূতের চরিত্রে। তন্ত্র-মন্ত্র রক্তচোষা ড্রাকুলার যুগে বাঙালি ভূত যখন হারিয়ে যেতে বসেছিল, তখনই এই সিনেমা ছিল সৌকর্যের মাস্টারস্ট্রোক। এক লাল টুকটুকে বেনারসি পরা ভূতের গল্প বলেছেন পরিচালক। মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? এই উত্তরই দিয়েছে এই সিনেমা। সৌকর্য তাঁর আগের ছবি 'রেনবো জেলি'র মতোই এক ম্যাজিক সৃষ্টি করেছিল পর্দায়। এই সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। জয়া ছাড়াও অভিনয় করেছিলেন বিষান্তক মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অভিজিৎ গুহরা।
আরও পড়ুন: ‘তোলা দেবে ওনাকে, তাই জনগণের টাকা নিচ্ছে’! সারাদিন বাড়ি না থেকেও মোটা বিল! অভিযোগ টলি-অভিনেত্রীর
একদম অন্যরকম ভাবনা নয়ে তৈরি অঙ্ক কি কঠিন। সৌরভ পালোধ পরিচালিত ও রাণা সরকার প্রযোজিত এই ছবির হিরো তিন শিশু । যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার হতে চায়, আরেকজন মায়ের মতো নার্স হতে চায় ।