কিছুদিন আগে খবরের কাগজে একটি বিজ্ঞাপন রীতিমত চমকে দিয়েছিল। পিসি সরকারের ৩ মেয়ের জন্য পাত্র খুঁজছেন প্রবাদপ্রতীম জাদুকর! অবশেষে কি ৩ জামাইয়ের খোঁজ পেলেন তিনি বিজ্ঞাপন থেকে, কী জানালেন মধুবনী, মুমতাজ সরকাররা?
আরও পড়ুন: এসেই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশুরামের! চমক দিল রাঙামতীও, বেঙ্গল টপার কার দখলে?
কী জানিয়েছেন পিসি সরকারের মেয়েরা?
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসেছিলেন মুমতাজ সরকার, মৌবনী সরকার সেখানেই যখন তাঁদের জিজ্ঞেস করা হয় যে তাঁরা পাত্র পেলেন কিনা বিজ্ঞাপন থেকে, কবেই বা বিয়ের পিঁড়িতে বসছেন তখন তাঁরা জানিয়েছেন, 'খুব শীঘ্রই সুখবর পাবেন সকলে। তবে এখনই জানানো যাবে না।' ফলে স্পষ্ট না করলেও, ইঙ্গিত বুঝিয়ে দেন যে পাত্র নির্বাচন হয়ে গিয়েছে।
তবে মৌবনী এদিন স্পষ্ট করে দেন যে তিনি তাঁর মনের মানুষকে পেয়ে গিয়েছেন। এবং দুজনের নিয়মিত কথাও হয়। তাহলে কি এই বছরই বিয়ের পিঁড়িতে বসছেন পিসি সরকারের মেয়েরা? সেই বিষয়ে তাঁরা খোলসা করেননি। তবে এই সম্ভাবনা তাঁরা উড়িয়ে দেননি যে তিন বোন একসঙ্গে ছাদনাতলায় যেতে পারেন। যদিও সেটা বাস্তবে হয় কিনা সেটা সময়ই বলবে।
মৌবনী এবং মুমতাজ এদিন আরও জানিয়েছেন যে টি বিজ্ঞাপন দেওয়ার পর তাঁদের নানা রকমের অভিজ্ঞতা হয়েছে। আবার অনেক রকমের মানুষের সঙ্গে দেখাও হয়েছে। তাঁরা এদিন সকলের উদ্দেশ্য এই টিপস দেন যে যাঁরা মনের মানুষ খুঁজছেন, কিন্তু সঠিক মানুষ পাচ্ছেন না তাঁরা এভাবে বিজ্ঞাপন দিলে নিশ্চয় মনের মতো কাউকে পেয়ে যাবেন।
প্রসঙ্গত পিসি সরকার জুনিয়র ও তাঁর স্ত্রী জয়শ্রী সরকারের তিন কন্যে। বড় মেয়ে মানেকা সরকার তাঁর বাবার পথে হেঁটে ম্যাজিক দেখান। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী দুজনেই অভিনয় দুনিয়ার পরিচিত মুখ। মানেকা সরকার ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সে এক যুগ আগের কথা, টেকেনি সেই সম্পর্ক।