বাংলা নিউজ > বায়োস্কোপ > একবারে ৩৩টা হেডস্ট্যান্ড! শরীরচর্চার চমকে ভিডিয়ো শেয়ার করলেন মন্দিরা বেদী

শরীরচর্চা নিয়ে দারুণ সচেতন অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদী। প্রায়শই ফিটনেস সম্পর্কিত ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। সদ্য সামাজিক মাধ্যমে নিজের ওয়ার্ক আউটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন মন্দিরা।

সপ্তাহান্তে মন্দিরার ইনস্টাগ্রাম ভিডিয়োতে ভেসে উঠছে ফিটনেস গোলস ভিডিয়ো। অনুরাগীদের ‘শক্তিশালী সাহসী সকাল'এর শুভেচ্ছা জানিয়ে মন্দিরা শেয়ার করেছেন হেডস্ট্যান্ডের ঝলক। ৩৩ টা হেডস্ট্য়ান্ড করেছেন অভিনেত্রী-সঞ্চালিকা। দেখুন সেই ভিডিয়ো-

স্বাভাবিকের মতো থেমে হেডস্ট্যান্ড করেননি মন্দিরা। প্রতি দুই সেকেন্ডে মাটিতে পা ফেলে হেডস্ট্যান্ড করতে দেখা গেছে তাঁকে। মন্দিরার ফিটনেস রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনের।

স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর একটা দীর্ঘ সময় লাগছে মন্দিরাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক রাজ কৌশল। এখনও রাজের স্মৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি মন্দিরার। এরই মধ্যে কাজে ফিরেছেন তিনি। রাজের মৃত্যুর দু'মাস পর কাজে ফেরেন মন্দিরা বেদী। রাজের শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টায়। তবে যে রাজকে ঘিরে মন্দিরার জীবন ছিল, সেই শূন্যতা কাটিয়ে ওঠা ততটাও সহজ নয় জানিয়েছিলেন তিনি।

 

 

বন্ধ করুন