বিরাট কোহলি যে কেবল মাঠেই ব্যাট হাতে দাপট দেখান সেটাই নয়। তিনি রীতিমত সোশ্যাল মিডিয়াতেও সমান দাপট দেখান। আর বিশ্বজয়ের পর তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই রাজত্ব যেন কায়েম হয়েই রয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জেতার পর একটি বিশেষ পোস্ট করেছিলেন বিরাট, আর ইনস্টাগ্রামের সেই পোস্টের হাত ধরেই তিনি একটার পর একটা রেকর্ড গড়ে চলেছেন।
কী পোস্ট করেছিলেন বিরাট কোহলি?
সেদিন টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার সঙ্গে জয়ের মুহূর্ত ভাগ করে নেওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। সঙ্গে একটি আবেগঘন বার্তা লেখেন তিনি। একই সঙ্গে সেই পোস্টে টিম ইন্ডিয়ার জয়ের একটি মুহূর্তও রয়েছে। ইতিমধ্যেই কিং কোহলির এই পোস্টে ২০ মিলিয়ন লাইক (এই আর্টিকেল লেখার সময় পর্যন্ত) ছাড়িয়ে গিয়েছে।
তিনি এদিন তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'এর থেকে ভালো দিনের স্বপ্ন দেখতেই পারতাম না। ঈশ্বর মহান। এবং আমি তাঁর সামনে আমার মাথা নত করছি। আমরা অবশেষে পেরেছি। জয় হিন্দ।' দেশে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তরা এই ভিডিয়ো বিপুল হারে শেয়ার করেছেন।
কী কী রেকর্ড গড়েছে বিরাটের কোহলি?
বিরাট কোহলির এই পোস্ট ৪টি রেকর্ড গড়েছে। কী কী?
১. বিরাট প্রথম ভারতীয় যাঁর কোনও পোস্টে ২০ মিলিয়ন লাইক পড়েছে।
২. তিনিই প্রথম এশিয়ান অ্যাথলিট যাঁর পোস্ট ২০ মিলিয়ন লাইক পেয়েছে।
৩. তিনিই দ্বিতীয় এশিয়ান যাঁর পোস্ট ২০ মিলিয়ন লাইক পেয়েছে।
৪. তিনি পঞ্চম অ্যাথলিট যাঁর লাইক ২০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।
ভারতীয়রা বহুদিন ধরেই বিশ্বকাপ জয়ের অপেক্ষা করছিল। এবার সেই কাপ দেশে আসতেই বিরাটের এই পোস্টে উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।