হারিয়ে যাওয়া ঠিকানার খোঁজ, সম্পর্কের নতুন রসায়ন নিয়ে আসতে চলেছে মানসী সিনহার নতুন ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। ছবি মুক্তির আগে ১ ডিসেম্বর রবিবার স্টার থিয়েটারে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন পরিচালক মানসী সিনহা ও ছবির কলাকুশলীরা। ছিলেন সুরকার জয় সরকার, গায়িকা লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে।
স্বল্প বাজেটের ছবি, তাই ছবির গান নিয়ে তিনি কী ফন্দি এঁটেছিলেন সেকথা ফাঁস করলেন মানসী সিনহা। ছবির একটা BGM গেয়েছেন তাপস মুখোপাধ্যায়। মিউজিক লঞ্চে তাঁকে মঞ্চে ডেকে পরিচালককে মজা করে স্লোগান তুলতে শোনা যায়, 'তাপস দা, তাপস দা, যুগ যুগ জিও'।
ফের মানসী বলেন, ‘তাপস দা দারুণ একটা গান গেয়েছেন। আর এর পিছনে একটা গল্প আছে। তাহলে সেটা বলেই ফেলি বলো জয় (জয় সরকার)। আমাদের একটা পুরনো দিনের গান লাগতো, শুভঙ্করকে সেটা বললাম। প্রথম ও বলল, হ্যাঁ ঠিক আছে। তার আধঘণ্ট পর ও বলল না, না ওসব হবে না। ৫০ হাজার টাকা চাইছে! এরপর জয় তো মাথা চুলকে যাচ্ছে। এর মধ্যেই আমার মাথায় বদবুদ্ধি এল। আমি বললাম, জয়, একটা লিখি।? জয় বলল, মানসী, কী যে করছো! আমি বলল, আমি লিখে দিচ্ছি, তুমি সুর দিয়ে দাও। এটা কোন কোম্পানির গান, কার থেকে চুরি করেছি, ভাবতে ভাবতে সিনেমা বের হয়ে যাবে। বুঝতেই পারবে না। আর হয়েছেও তাই। আমি কিন্তু বলব না কী গান!'
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
আরও পড়ুন-৩০-এই সব শেষ! অভিনেত্রীর রহস্যমৃত্য, বাড়ি থেকে উদ্ধার হল দেহ
পরিচালক ফের বলেন, 'আমি ১০ মিনিটের মধ্যে লিখেছি, জয় সুর দিয়েছে, আর তাপসদা গেয়েছে। সত্যি বলছি জিনসটা ওয়ার্ক করে গেছে…। ওই যে বললাম, হাতে হাত থাকলে সব হয়ে যায়।’
মিউজিক লঞ্চের অনুষ্ঠানে এসে সুরকার জয় সরকার বলেন, ‘মানসী বলল, এই ছবিটা করতে গিয়ে ও অনেক বন্ধু পেয়েছে, আমি বলব একটা পরিবার পেয়েছি।’ অনুষ্ঠানে ছবির বিজিএম-টি গেয়ে শোনান জয় সরকার।
তিনি বলেন, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে মানসী একটাই আমায় চাপ দিয়েছিল, সেটাও আমি সবার সামনে বলতে চাই। ও বলেছিল, বাকি গান গুলো কিন্তু রবীন্দ্রনাথের তার থেকে বেটার গান বানাতে হবে। এটা শোনার পর আমি আকাশ থেকে পড়েছিলাম। ভাবলাম এটাও কেউ বলতে পারে! যদিও ও এত সুন্দর করে সরল মনেই কথাটা বলেছিলা। এটা অবশ্যই কোনওদিনও হওয়া সম্ভব নয়। ওই মানুষটা তো আমাদের এই জাতিটাকেই তৈরি করে দিয়ে গিয়েছেন। তবে আমি আমার মতো করে গান বানানোর চেষ্টা করেছি। আর অন্তরা খুব ভালো গেয়েছেন’। প্রসঙ্গত ছবিতে গায় গেয়েছেন অন্তরা মিত্র।