অ্যাকশন রিপ্লে, লাল সিং চড্ডা, গড তুসি গ্রেট হো… এই ছবিগুলি হলিউড ছবির রিমেক। কিন্তু বলিউডে ফ্লপের তকমা সেঁটেছে এদের গায়ে।
1/7হলিউডের একগুচ্ছ ছবি বলিউডে রিমেক হয়েছে। তবে জানেন কী, সেই একাধিক বলিউড রিমেক ছবি বক্স অফিসে সফল হয়নি। সেই তালিকা কিন্তু বেশ লম্বা চওড়া। হালফিলে ‘লাল লিং চাড্ডা’ থেকে ‘ধাই অক্ষর প্রেম কাহানি’…. এক ঝলকে দেখুন ছবির তালিকা-
2/7লাল সিং চড্ডা- ‘লাল সিং চড্ডা’র সঙ্গে দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির দু-সপ্তাহ পরেও দেশের বক্স অফিসে ৬০ কোটির গণ্ডি ছুঁতে পারেনি এই ছবি। হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি পুনর্নির্মাণ এই ছবি। বক্স অফিসের পরিসংখ্যান বলেছে, এই ছবি ফ্লপ।
3/7অ্যাকশন রিপ্লে- হলিউড ফিল্ম ‘ব্যাক টু দ্য ফিউচার’-এর রিমেক এই ছবি। অভিনয় করেছেন অক্ষয় কুমার, ঐশ্বর্য রায় বচ্চন এবং আদিত্য রায় কাপুর। সুপার ফ্লপ হয়েছিল এই ছবি।
4/7গড তুসি গ্রেট হো- হলিউড ছবি ‘ব্রুস অলমাইটি’র রিমেক এই ছবি। ছবিতে অভিনয় করেছেন সলমন খান। এই ছবির বক্স অফিসে সফতার মুখ দেখতে পারেনি।
5/7ধাই অক্ষর প্রেম কে- হলিউড ছবি ‘আ ওয়াক ই দ্য ক্লাউডস’-এর রিমেক এই ছবি। বক্স অফিসে সাুপর ফ্লপ হয়েছিল।
6/7দিল বোলে হাড়িপ্পা- হলিউড ছবি ‘সি ইজ দ্য ম্যান’-এর রিমেক এই ছবি। এই ছবিতে, রানি মুখোপাধ্যায়ের চরিত্রটি পুরুষ ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার জন্য একজন পুরুষের মতো সাজে। বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে পারেনি এই ছবি।
7/7প্লেয়ার্স- হলিউড ছবি ‘দ্য ইটালিয়ান জব’-এর হিন্দি রিমেক এই ছবি। সোনম কাপুর, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার এবং আরও অনেক অভিনীত এই মাল্টি-স্টার ফিল্মে সব কিছুই ছিল। উচ্চ বাজেট এবং হিট ট্র্যাক এবং শক্তিশালী নির্দেশনা। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখতে পারেনি এই ছবি।