সেপ্টেম্বরেই দীপিকার কোল আলো করে আসবে ছোট্ট অতিথি। মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন নায়িকা। ৩৭ বছর বয়সে প্রথম সন্তানের জননী হতে চলেছে রণবীর ঘরণী। মাতৃত্ব নিয়ে সাবধানী হলেও থেমে নেই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক রিলিজ ‘কাল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে ঝড় তুলছে, ওদিকে জিম নয় আপতত যোগব্যায়ামেই ভরসা রাখছেন দীপিকা।
কাল্কির প্রচারে হাই হিলে হেঁটে নীতি পুলিশদের কটাক্ষের মুখে পড়েছিলেন দীপিকা। পাত্তা দেননি হবু মা। নিজের এবং হবু সন্তানের শরীর-স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর তাঁর। কীভাবে নিজেকে ফিট রাখছেন, সেই মন্ত্রই এদিন ফাঁস করলেন।
যোগব্যায়ামের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শরীর চাপা কালো পোশাকে বেবি বাম্প নিয়েই পা উপরে তুলে 'বিপরিতা করণী' মুদ্রা করতে দেখা যাচ্ছে দীপিকাকে। ক্যাপশনে লেখা- ‘যদি রোজ নিজের যত্ন নেন, তাহলে আলাদা করে সেলফ কেয়ার মাস উদযাপন করার দরকার পড়ে না। আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি। নিজেকে সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি শরীরচর্চা করি না, বরং ফিট থাকতেই ব্যায়াম করি। দীর্ঘদিন ধরেই শরীরচর্চা আমার লাইফস্টাইলের অন্যতম একটা অংশ…’।
এর সঙ্গে যোগব্যায়ামের নির্দিষ্ট পদ্ধতিটির কথাও শেয়ার করেছেন রণবীর ঘরণী। সঙ্গে এই মুদ্রার উপকারিতার কথাও লেখেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় এই মুদ্রা করতে গেলে অবশ্যই একটা কুসানের সাপোর্ট নেওয়া দরকার বলে জানান দীপিকা। এই মুদ্রা পায়ের ফোলা, যন্ত্রণা কমায়, পেশির যন্ত্রণায় উপকারী, পা, কোমর কিংবা শরীরের নীচের অংশের ব্যাথায় খুব উপকারী।
অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের শরীরচর্চার পোস্টে প্রতিক্রিয়া দিতে ভোলেননি রণবীর সিং। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘ম্যাজিকের মতো কাজ করে।’ দীপিকার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মঙ্গলবার রাতে কাল্কি ২৮৯৮ এডি দেখলেন। একটি সিনেমা হলের বাইরে দুজনের বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
বেবি বাম্প লুকিয়ে হাজির দীপিকা
গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে হাসলেন হবু মা। একটি কালো ব্লেজারের নীচে একটি সাদা টি-শার্ট এবং ক্রপড নীল ডেনিম পরেছিলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। অভিনেতা রণবীর সিং-এর দেখা মিলল অল ব্ল্যাক লুকে। কালো চশমা পরেছিলেন, এবং সাদা স্নিকার্স পরেছিলেন। প্রেক্ষাগৃহে প্রবেশের আগে তিনি সংক্ষেপে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছিলেন।
রণবীর সিংকে প্রেক্ষাগৃহের বাইরে ভক্ত এবং পাপারাৎজিদের দিকে উদ্দেশ্য করে হাত নাড়তে এবং হাসতে দেখা গেছে। অভিনেতাকে পাপারাজ্জিদের পথ পরিষ্কার করার জন্য ইশারা করতেও দেখা গেছে। দীপিকার শাশুড়ি মা অঞ্জু ভাবনানি এবং ননদিনি ঋতিকা ভাবনানিও স্ক্রিনিং-এ হাজির ছিলেন।
দীপিকা ও রণবীর অভিনীত আসন্ন ছবি '
সিংহাম এগেইন'-এ দেখা যাবে রণবীর-দীপিকাকে। এই বছর ১ নভেম্বর আসছে রোহিত শেট্টির এই ছবি। রোহিত শেঠির ছবিটিও তাঁর সিনেমাটিক কপ ইউনিভার্সের পঞ্চম অংশ। রণবীরকে ফারহান আখতারের ডন ৩ ছবিতেও দেখা যাবে।