বাংলা নিউজ > বায়োস্কোপ > 72 Hoorain: ‘জিহাদের পথে এলে ৭২ জন কুমারী শুধুই তোমার’, ‘৭২ হুরেঁ’র ফার্স্ট লুক টিজারে নতুন বিতর্কের গন্ধ!

72 Hoorain: ‘জিহাদের পথে এলে ৭২ জন কুমারী শুধুই তোমার’, ‘৭২ হুরেঁ’র ফার্স্ট লুক টিজারে নতুন বিতর্কের গন্ধ!

দ্য কেরালা স্টোরি-৭২ হুরেঁ

‘৭২ হুরেঁ’ ফার্স্টলুক টিজার প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কী বলেছেন বিবেক? ছবির সহ প্রযোজক অশোক পণ্ডিত ও পরিচালক সঞ্জয় পুরাণ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘শুভেচ্ছা রইল, এই ছবিটি সিনেমা হলে কাঁপিয়ে দেবে।’

'দ্যা কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক এখনও থামেনি, তারই মাঝে আবারও নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি নতুন ছবি। নাম ‘৭২ হুরেঁ’। রবিবারই এই ছবির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। আর তারপরই আলোচনায় উঠে আসতে শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের এই ছবি।

কিন্তু কী আছে ছবির ফার্স্ট লুক টিজারে?

ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যত সন্ত্রাসবাদীদের কথা। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’ পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তাঁরা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।’

‘৭২ হুরেঁ’ ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই ছবিটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলি শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। কীভাবে এই বিষয়গুলি শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্য়বহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

‘৭২ হুরেঁ’ ফার্স্টলুক টিজার প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কী বলেছেন বিবেক? ছবির সহ প্রযোজক অশোক পণ্ডিত ও পরিচালক সঞ্জয় পুরাণ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘শুভেচ্ছা রইল, এই ছবিটি সিনেমা হলে কাঁপিয়ে দেবে।’

চলতি বছরের ৭ জুলাই মুক্তি পাবে সঞ্জয় পুরাণ সিংয়ের ছবি ‘৭২ হুরেঁ’। প্রসঙ্গত এর আগে ২০১৯-এ গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়াল অফি ইন্ডিয়ায় দেখানো হয়েছিল এই ছবি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.