বাংলা নিউজ > বায়োস্কোপ > 75th Independence Day: ‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য?’ প্রশ্ন শ্রীলেখার

75th Independence Day: ‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য?’ প্রশ্ন শ্রীলেখার

শ্রীলেখা মিত্র (ছবি-ফেসবুক)

৭৫তম স্বাধীনতা দিবসে শ্রীলেখার ‘ছোট্ট প্রশ্ন’। 

দেশজুড়ে আজ পালিত হচ্ছে ‘জশন-এ-আজাদি’। পায়ে পায়ে আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আজকের দিনেই প্রায় ২০০ বছরের ব্রিটিশ দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিল ভারত। শত-সহস্র ভারতীয়র রক্তে রাঙানো এই স্বাধীনতার ইতিহাস, এর সঙ্গে মিশে রয়েছে অসংখ্য বলিদানের গল্প। তবে ২০২১-এ দাঁড়িয়ে ‘আমরা সত্যি কি স্বাধীন?' এমনই প্রশ্ন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উস্কে দিলেন শ্রীলেখা মিত্র।  

করোনা আবহে বিধিনিষেধ মেনেই পালিত হল স্বাধীনতার বর্ষপূর্তি। ভার্চুয়াল দুনিয়াতেই এদিন শুভেচ্ছা বিনিময় পর্ব সারছেন সেলেব থেকে আম জনতা। কারুর পোশাকে তেরঙ্গা আবার কেউ হাতে জাতীয় পতাকা নিয়ে ছবি তুলছেন। কিন্তু দেশপ্রেমের এই জোয়ারের মাঝে কিছুটা তাল কাটবে শ্রীলেখা মিত্রর প্রশ্ন শুনলে। এদিন শ্রীলেখা প্রশ্ন রাখলেন শুধু অনুরাগীদের কাছে নয়, সমাজের কাছে, হয়তো নিজের কাছেও। 

জিমের মধ্যে জিম-পোশাকেই একটি ভিডিয়ো পোস্ট করেন শ্রীলেখা। সেখানে বলেন, কেমনভাবে সারা দেশের মতো তাঁর আবাসনেও পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। পরমুহূর্তেই তাঁর ছোট্ট প্রশ্ন, 'আমরা কি এই স্বাধীনতার যোগ্য? আমার আপনার বাড়ি থেকে ছোট ছোট ছেলেমেয়েরা প্রাণ উৎসর্গ করেছিল নিজের কথা না ভেবে, দেশের কথা ভেবেছিল। আজ কি আমরা তাদের কি সেই যোগ্য সম্মান জানাতে পারছি?’

ফেসবুকের দেওয়ালেও একই প্রশ্ন রাখেন শ্রীলেখা। সঙ্গে ক্ষমাও চেয়ে নেন, লেখেন- ‘আমি ক্ষমাপ্রার্থী এই পোস্টটার জন্য, কিন্তু সত্যি আমার মনে হয় আমরা নিজেদের স্বাধীন বলবার যোগ্য নই, আর শুধু একটা ভাবনা নয়…’

গতকাল ফেসবুকে পোস্টে অভিনেত্রী ‘স্বাধীনতা’ শব্দ উহ্য রেখে জানতে চেয়েছিলেন আজকে দুপুরের মেনুটা বাড়িতে ঠিক হয়ে গিয়েছে কিনা, এদিন শ্রীলেখার বিস্ফোরক লেখনি- ‘মিষ্টির পর দুপুরের খাওয়ার তালিকাটা মনে করে মিলিয়ে নেবেন। মাংসটা কিন্তু কব্জি ডুবিয়ে খেতে হবে’। সবশেষে প্রশ্ন, ‘আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি এই দেশ দেখবেন বলেই নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন?'

বায়োস্কোপ খবর

Latest News

ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.