Hindustan Times
Bangla

বরের বয়স নিয়ে মাথাই ঘামাননি, বিয়ের সিদ্ধান্তে চমকে দিয়েছেন ৮ বলি-অভিনেত্রী

প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ১০ বছরের ছোট নিক জোনাস। বেশ কিছু দিন ধরে প্রেম করার পর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

বিপাশা বসুর থেকে বয়সে ৩ বছরের ছোট করণ সিং গ্রোভার।

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের থেকে তিন বছরের ছোট অভিষেক বচ্চন।

ক্যাটরিনা কাইফের থেকে ৫ বছরের ছোট ভিকি কৌশল।

সোহা আলি খানের থেকে প্রায় ৫ বছরের ছোট কুণাল খেমু।

কাশ্মিরী মডেল এবং ব্যবসায়ী মহসিন আখতারকে বিয়ে করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মহসিনের থেকে উর্মিলা প্রায় ১০ বছরের বড়।

অঙ্গদ বেদীর থেকে নেহা ধুপিয়া ৩ বছরের বড়।

অর্চনা পূরণ সিংয়ের থেকে প্রায় ৭ বছরের ছোট প্রমিত শেট্টি।