বাংলা নিউজ > বায়োস্কোপ > Asha Bhosle: হৃতিকের কায়দায় ‘এক পল কা জিনা’ গানে নাচ, ৮৮ বছরের আশা ভোঁসলেকে দেখে হতবাক সকলে!

Asha Bhosle: হৃতিকের কায়দায় ‘এক পল কা জিনা’ গানে নাচ, ৮৮ বছরের আশা ভোঁসলেকে দেখে হতবাক সকলে!

ভাইরাল আশা ভোঁসলের নাচ! 

বিস্মিত নেটিজেনরা! গানে গানে নয়, তুমুল নেচে ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’-এর মঞ্চ মাতালেন আশা ভোঁসলে। 

ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি, এক কথায় কিংবদন্তি। সব বয়সী শ্রোতারা পছন্দ করে আশা তাই-এর গান। বয়স ৮৮ হলে কী হবে আশা ভোঁসলের মনের বয়স এখনও ১৮! সে কথায়ই ফের একবার প্রমাণ করবেন এই লিভিং লেজেন্ড। রিয়ালিটি শো-এর মঞ্চে পরিচিত মুখ আশাজি। বহু সংগীত রিয়ালিটি শো-এর মহাগুরুর আসনে থেকেছেন তিনি। কিন্তু এবার ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা মিলল তাঁর। সোনি টিভি-র ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’-এর মঞ্চে হাজির  হয়েছিলেন তিনি। আর সেখানেই বিচারক মালাইকা আরোরা, গীতা কাপুর এবং টেরেন্স লুইসের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল তাঁকে। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর নতুন প্রমো সামনে আসা মাত্রই তা ভাইরাল। সুরের জগতের আশা নাচের মঞ্চেও যে এমন কামাল করবেন তা কে জানত! মিউজিক ইন্ডাস্ট্রিতে ৭৫ বছর পূর্ণ করে ফেলেছেন আশা ভোঁসলে, সেই উপলক্ষ্যেই  ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’-এর এই এপিসোড। বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির স্বয়ং আশা তাই। 

আর প্রমোতে দেখা যাচ্ছে হৃতিকের ‘এক পল কা জিনা’ গানে অভিনেতার বিখ্যাত সেই স্টেপ মঞ্চে করে দেখাচ্ছেন আশা!  পরনে আকাশি নীল সিল্ক শাড়ি, সোনালি ব্লাউজ, মানানসই গয়নায় আর মাথায় গজরা- আশার নাচ থেকে বিস্মিত নেটিজেনরা। সকলে ধন্য ধন্য করছেন তাঁর স্পিরিটকে। বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন বর্ষীয়ান গায়িকা। এদিন তাঁকে বলতে শোনা গেল, ‘আমার ছোট থেকেই ইচ্ছা ছিল ডান্স শেখবার… ডান্স শো-তে আমি প্রথমবার এসেছি কিন্তু এতো আনন্দ হচ্ছে যে কী বলব’। 

মঞ্চে মরাঠি গানও গাইলেন আশা ভোঁসলে, এরপর বিচারক টেরেন্স লুইসের সঙ্গে ‘এক মেয় অউর এক তু’ গানে নাচতেও দেখা গেল আশা ভোঁসলকে। তবে এই প্রথম নয়, বছর সাতেক আগে একবার লাইভ কনসার্টেও হৃতিকের এই হুক স্টেপ ম্যাচ করতে দেখা গিয়েছিল আশা ভোঁসলকে। নাচের প্রতি নিজের ভালোবাসার কথা বহুবার জাহির করেছেন তিনি। 

বায়োস্কোপ খবর

Latest News

সন্তান লাভ ও দীর্ঘায়ু কামনায় হয় জীবিতপুত্রিকা ব্রত, জেনে নিন এই ব্রতর গুরুত্ব বিশ্বকর্মা পুজোয় করুন এই কাজ, ঘরে আসবে সুখ শান্তি, আর্থিক সমস্যা হবে দূর চলমান বিতর্কের মাঝেই পদত্যাগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুরু জোর চর্চা গুরুতর অসুস্থ হয়েছেন ‘ভুল চিকিৎসায়’, ভারতের ডাক্তারদের দিকে আঙুল তুললেন তসলিমা 'আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল', জল্পনা উস্কে বড় দাবি গডকরির এম বিশ্বেশ্বরায় কে ছিলেন? কেন তাঁর জন্মদিনে পালন করা হয় ইঞ্জিনিয়ারস দিবস রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে? মুষলধারে বৃষ্টিতে মিরাটে বাড়ি ধসে মৃত ৯, ধ্বংসাবশেষে ১ জনের আটকে পড়ার আশঙ্কা বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান! মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা, তদন্তে নেমে বিক্ষোভের মুখে পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.