পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুম্বইয়ের এক খ্যাতনামা মডেলের। বন্ধুর বাইকে করে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর সেই বাইক আরোহী বন্ধু।
আরও পড়ুন: চাঙ্কি বা গোবিন্দা নন, আঁখে ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিল হনুমানটি! ৩১ বছর পর ফাঁস সত্যি
কী ঘটেছে?
গত বৃহস্পতিবার বান্দ্রা পশ্চিমে এই দুর্ঘটনাটি ঘটেছে। বন্ধুর বাইকে করে যাচ্ছিলেন ওই বছর পঁচিশের মডেল। তখনই হিট অ্যান্ড রান কেসে প্রাণ হারান তিনি। জানা গিয়েছে তাঁরা যেদিকে যাচ্ছিলেন তার উল্টো দিক থেকে একটি জলের ট্যাঙ্কার আসছিল। বেশ দ্রুত গতিতে আসছিল সেই ট্যাঙ্কার। তাল সামলাতে না পেরে তাঁদের বাইকে ধাক্কা মারে সোজাসুজি সেটা।
জানা গিয়েছে মৃতার নাম শিবানী সিং। মালাডে থাকতে তিনি। বান্দ্রায় দুর্ঘটনাটি ঘটার পরই মডেলের বাইক আরোহী বন্ধুটিকে ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত ৮টা নাগাদ। সেখানে জানা যায় তাঁর পা ভেঙেছে। অন্যদিকে ওই জলের ট্যাঙ্কার তাঁদের বাইকে ধাক্কা মারতে শিবানী ছিটকে গিয়ে সোজা সেই ট্যাঙ্কারের চাকার নিচে পড়েন। একাধিক গুরুতর আঘাত পান। তাঁকে তৎক্ষণাৎ তড়িঘড়ি করে ভাবা হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বন্ধু আপাতত হাসপাতালেই ভর্তি আছেন। পা ভেঙেছে তাঁর। জানা গিয়েছে বাইক আরোহী হেলমেট পরে ছিলেন। কিন্তু জলের ট্যাঙ্কারের তীব্র গতির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর গাড়ি ফেলে পালিয়েছে সেই জলের ট্যাঙ্কারের চালক। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই চালককে খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।