১৯৯৮ সালে বিখ্যাত দক্ষিণী পরিচালক মণিরত্নমের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'দিল সে'। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন শাহরুখ খান এবং মনীষা কৈরালা। ছবি সমালোচকদের তরফে একগুচ্ছ তারিফ কুড়োনোর পাশাপাশি 'দিল সে'-এর স্মৃতি আজও ছবিপ্রেমী দর্শকদের মনে থেকে গেছে তার 'ছাঁইয়া ছাঁইয়া' গানটির জন্য। মুক্তির তেইশ বছর পরেও আজও সমান জনপ্রিয় সেই গান। শুধু গান বললে অন্যায় হবে। ওই গানের ভিডিয়োর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আজও দর্শকের স্মৃতিই উজ্জ্বল 'ছাঁইয়া ছাঁইয়া' গানের সঙ্গে শাহরুখ-মালাইকার নাচের প্রতিটি স্টেপস।
১৯৯৮ সালে বিখ্যাত দক্ষিণী পরিচালক মণিরত্নমের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'দিল সে'। ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন শাহরুখ খান এবং মনীষা কৈরালা। ছবি সমালোচকদের তরফে একগুচ্ছ তারিফ কুড়োনোর পাশাপাশি 'দিল সে'-এর স্মৃতি আজও ছবিপ্রেমী দর্শকদের মনে থেকে গেছে তার 'ছাঁইয়া ছাঁইয়া' গানটির জন্য। মুক্তির তেইশ বছর পরেও আজও সমান জনপ্রিয় সেই গান। শুধু গান বললে অন্যায় হবে। ওই গানের ভিডিয়োর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আজও দর্শকের স্মৃতিই উজ্জ্বল 'ছাঁইয়া ছাঁইয়া' গানের সঙ্গে শাহরুখ-মালাইকার নাচের প্রতিটি স্টেপস।
|#+|
সম্প্রতি, একদল ছেলেমেয়ে 'ছাইঁয়া ছাইঁয়া' গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠল। শরীর মোচড়ানো কিংবা নাচের প্রতিটি স্টেপস-এ স্পষ্ট শাহরুখ-মালাইকা অরোরার করা সেইসব বিখ্যাত ভঙ্গিমা। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো ইতিমধ্যেই হু হু করে হয়েছে ভাইরাল। গত ৮ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ওই ভিডিয়ো।
তবে 'দিল সে' ছবিতে যেমন দেখা গেছিল পাহাড়ের বুক চিরে রেলপথ বেয়ে এগিয়ে যাওয়া ট্রেনের ছাদে একদল যাযাবরের সঙ্গে 'ছাঁইয়া ছাঁইয়া' গানের তালে নাচতে ব্যস্ত শাহরুখ-মালাইকা, এক্ষেত্রে অবশ্য তা হয়নি। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে খোলা প্রান্তরে দাঁড়িয়ে রয়েছে একটি ক্যারাভান। তারই ছাদে নাচতে ব্যস্ত এই ছেলেমেয়ের দল।
বলাই বাহুল্য, তাঁদের নাচের ভঙ্গিমার মধ্যেই স্পষ্টতই দৃশ্যমান 'ছাঁইয়া ছাঁইয়া' নাচের সেইসব বিখ্যাত ভঙ্গিমা। এবং এই ভিডিয়ো দেখেই মজেছে নেটপাড়া। ওই চার ছেলেমেয়ের নাচের খোলা গলায় প্রশংসা করেছে নেটজেনের দল।