টি ২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । তবে শনিবার, ১ জুন ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, কিন্তু সেটা ছিল ওয়ার্ম আপ ম্যাচ। আর এই ম্যাচেই বিপুল ব্যবধানে পড়শি দেশকে হারিয়েছে রোহিতরা। কিন্তু এদিন তাঁদের ম্যাচের কোনও দৃশ্য ভাইরাল হয়নি। বরং এক যুগলের খুনসুটির মুহূর্ত এদিন সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টি ২০ বিশ্বকাপের ভাইরাল দৃশ্য
এদিন টি ২০ বিশ্বকাপের একটি দৃশ্য দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দেখা হচ্ছে ভারতের জার্সি পরে যুগল দর্শকাশনে দাঁড়িয়ে আছেন। আর তখনই থেকে থেকে মহিলাটি তাঁর সঙ্গীর হাত কামড়াতে যাচ্ছেন। যদিও পুরোটাই আদর এবং মজা করে। উত্তরে তাঁর সঙ্গী বারবার হাত সরিয়ে নিচ্ছেন। হাসছেন। তাঁদের দুজনের এই মিষ্টি মুহূর্তটি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: লাহোর ১৯৪৭ এর শ্যুট শেষ করলেন প্রীতি, কামব্যাক মুভি নিয়ে কেন লিখলেন 'কেরিয়ারের কঠিনতম ছবি'?
ইতিমধ্যেই এই ভিডিয়ো কয়েক হাজার লাইক এবং কমেন্ট পেয়েছে। শেয়ার হয়েছে বহুবার।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'বেশি কামড় দিও না মা, ছেলেটার জলাতঙ্ক হতে পারে।' আরেকজন লেখেন, 'ওমা কী মিষ্টি! দুজনের রসায়ন তো দেখার মতো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গরমে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে যান।'
আরও পড়ুন: মৃত্যুর ৮ বছর পর ভোট দিলেন অভিনেতা দীপাঞ্জনের শ্বশুর! কাণ্ড দেখে বললেন, 'তোমার হয়ে কাজটা...'
১ জুন থেকে শুরু হল এবারের টি ২০ বিশ্বকাপ। চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। ২০টি দেশ এবার অংশ নিয়েছে খেলায়।