বড় পর্দা, বিশেষ করে কোনও জাতীয় চেনের সিনেমা হলে সিনেমা দেখতে গেলেই অনেক সময় দর্শকরা বিরক্ত হন অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো নিয়ে। কেউ কেউ তো এখন সেই হিসেব করে দেরি করে হলে যান যে অকারণ অতক্ষণ অপেক্ষা করতে হবে না। সিনেমা শুরুর আগে কোথাও ১০-১৫ মিনিট তো কোথাও প্রায় আধ ঘণ্টা বিজ্ঞাপন দেওয়া হয়। ইন্টারভেলে আবারও সমপরিমাণ বিজ্ঞাপন। আর এতেই বিরক্ত হয়ে এদিন এক ব্যক্তি অভিযোগ ঠুকলেন আইবনক্সের নামে।
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে ক্ষোভ উগরে দিলেন বাবুল
কী ঘটেছে?
বেঙ্গালুরুর এক জেলার কনজিউমার কোর্ট অভিযোগ পেয়ে দেখেছে PVR আইবনক্সের সিনেমা হলগুলোয় নিয়মিত দেরি করে সিনেমা চালানো হচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপন দেখাতে গিয়ে। কোর্টের তরফে জানানো হয়েছে এটা একদম ঠিক নয়। ভুল। আর সেই ব্যক্তি যিনি এটার বিপক্ষে গিয়ে অভিযোগ করেছেন তাঁকে ১ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। এবং একই সঙ্গে এও বলা হয়েছে দর্শকের যেন সুস্পষ্ট ভাবে সিনেমা শুরুর সময় জানানো হয়।
জানা গিয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুর এক বাসিন্দা তাঁর পরিবারের দুজনকে নিয়ে সিনেমা দেখতে গেছিলেন। PVR আইবনক্সের ৪ টে পাঁচের স্যাম বাহাদুরের শো দেখতে গেছিলেন তাঁরা। সেই শোয়ের পরই তিনি এই অভিযোগ দায়ের করেন। জানান ৪.০৫ এ শো টাইম দেওয়া হলেও, সিনেমা আদতে শুরু হয় ৪.৩০ এ, ২৫ মিনিট বিজ্ঞাপন দেওয়ার পর। এতে তাঁদের সময় নষ্ট হয়েছে, শিডিউল ঘেঁটেছে বলেও তিনি অভিযোগ করেছিলেন।
এই অভিযোগের পর অসুবিধা এবং মানসিক স্ট্রেসের কারণে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয়েছে। আর ৮০ হাজার টাকা মামলা করার টাকার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোর্ট জানিয়েছে এই ব্যস্ত জীবনে সবার সময়ের দাম আছে। আর কোনও ব্যবসার অধিকার নেই ক্রেতাদের সময় এবং টাকা ব্যয় করিয়ে লাভ করার। তাঁদের মতে, '২৫ থেকে ৩০ মিনিট বিজ্ঞাপন দেখার অর্থ সময় নষ্ট করা। বিশেষ করে যাঁদের বিপুল কাজের চাপ থাকে। মানুষ বিনোদন দেখেন রিল্যাক্স হতে। কিন্তু তার মানে এটা নয় যে তাঁদের কোনও কাজ নেই।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে অলিভিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
যদিও PVR আইবনক্সের তরফে সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটি সিনেমার আগে পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট করা জরুরি। কিন্তু কোর্ট তাদের বুঝিয়ে দিয়েছে সেটা ১০ মিনিট যেন ক্রস না করে।