বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 14: ‘শ্যুটিংয়ে জয়ার সঙ্গে তাঁর মা থাকতেন?’, প্রতিযোগীর প্রশ্ন শুনে কী বললেন অমিতাভ

KBC 14: ‘শ্যুটিংয়ে জয়ার সঙ্গে তাঁর মা থাকতেন?’, প্রতিযোগীর প্রশ্ন শুনে কী বললেন অমিতাভ

স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চনের একটি পুরনো ছবি।

১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘গুড্ডি’তে অভিনয় করার সময় প্রথম পরিচয় হয় অমিতাভ এবং জয়ার। সাম্প্রতিক পর্বে একজন প্রতিযোগী অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর স্ত্রী জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি ছবির শ্যুটিংয়ের সময় অভিনেত্রীর সঙ্গে থাকতেন কি না?

বিখ্যাত কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪'য়ে সঞ্চালকের আসনে রয়েছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন সময় প্রতিযোগীদের নানা ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বিগ বিকে। 

সাম্প্রতিক পর্বে একজন প্রতিযোগী অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর স্ত্রী জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি ছবির শ্যুটিংয়ের সময় অভিনেত্রীর সঙ্গে থাকতেন কি না? উত্তরে অমিতাভ বলেছিলেন, জয়ার মা জানতেন যে তিনি একজন ‘বিশ্বস্ত নায়ক’য়ের সঙ্গে কাজ করছেন। 

পর্বে অমিতাভ স্বাগত জানিয়েছেন জয়পুরের সুধীর শর্মাকে। যিনি কাস্টমস সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করেন। মজা করে বিগ বলেন, ‘আপনি এখানে খেলতে এসেছেন? রেইড করবেন না কিন্তু।’ সুধীর তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ও ১৯৯১ সালের ব্যাচের। অফিস এবং বাড়িতে আমার সিনিয়র।’ আরও পড়ুন: একফ্রেমে তিন ছেলের সঙ্গে! 'সইফকে ইব্রাহিমের দাদা লাগছে', বললেন নেটিজেন

পরে অমিতাভ মহৎ কাজ করার জন্য সকল নারীকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘আগের দিনগুলিতে, একটি ফিল্মের শ্যুটিংয়ের সময়, সেটে কেবল দুজন মহিলা উপস্থিত থাকতেন- অভিনেত্রী এবং তাঁর মা।’ এই কথা শুনে সুধীর জিজ্ঞেস করেন, ‘ছবির শ্যুটিংয়ের সময় জয়ার মা-ও কি তাঁর সঙ্গে থাকতেন?’ এ কথা শুনে অমিতাভ বলেন, ‘আপনি কী করে জানলেন? তিনি জানতেন মেয়ে একজন বিশ্বস্ত নায়কের সঙ্গে কাজ করছে।’ আরও পড়ুন: Jogi trailer: ১৯৮৪ সালের হিংসার সময়ে বন্ধুত্বের গল্প, প্রকাশ্যে দিলজিতের ‘যোগি'র ট্রেলার

১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘গুড্ডি’তে অভিনয় করার সময় প্রথম পরিচয় হয় অমিতাভ এবং জয়ার। ছবিতে আরও অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, দিলীপ কুমার, প্রাণ, ওম প্রকাশ, অশোক কুমার এবং রাজেশ খান্নার মতো তারকারা। বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অমিতাভ-জয়া জুটিকে। জাঞ্জির (১৯৭৩), অভিমান (১৯৭৩), চুপকে চুপকে (১৯৭৫), শোলে (১৯৭৫) এবং মিলি (১৯৭৫)।

ভরা সংসার অমিতাভ-জয়ার। দুই ছেলেমেয়ে- অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন। দম্পতির তিন নাতি-নাতনি, অগস্ত্য নন্দা, নভ্যা নন্দা এবং আরাধ্যা বচ্চন। অভিষেক বিয়ে করেছেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনকে। 

বন্ধ করুন