প্রতি বছরই বিশ্বভারতীতে পুজোর ঠিক আগেই শারদোৎসব অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই বছর অনুষ্ঠিত হওয়া একটি নাটককে ঘিরে উসকে গিয়েছে বিতর্ক। কেন? এই নাটকে নাকি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পরিপন্থী হয়ে হিন্দি গান ব্যবহৃত হয়েছে। উঠেছে অন্যান্য অভিযোগও।
আরও পড়ুন: নেপথ্যে চণ্ডীপাঠ, এদিকে শহরের বুকে পরপর ঘটছে মহিলাদের খুন! টোটা - শান্তনুরা কী পারবেন খুনিকে ধরতে?
কী জানা গিয়েছে?
চলতি বছর অন্যান্য বছরের মতোই শারদোৎসবের আয়োজন করা হয়েছিল। এই বছর সেটা ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলে। নাট্যঘরে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ভবনের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা নাটক পরিবেশন করে থাকেন। তবে সোমবার মঞ্চস্থ হওয়া একটি নাটক নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে সেখানে হিন্দি গান তো ব্যবহার করাই হয়েছে। সঙ্গে বেশ কিছু কুরুচিপূর্ণ জিনিস ছিল। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও।
সোমবার শিক্ষা ভবনের তরফে গোয়েন্দা বিভ্রাট নামক একটি নাটক অঞ্চস্থ হচ্ছিল। এদিন। সেই নাটকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই নাটকের বেশ কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে, তারপরই শুরু হয় বিতর্ক।
সেখানকার আশ্রমিক এবং প্রাক্তনীদের দাবি বিশ্বভারতীর নিজস্ব সংস্কৃতি রয়েছে। সেটা নষ্ট হোক তাঁরা চান না। তাই এভাবে নাটকে হিন্দি ছবির গান ব্যবহার করায় তাঁরা আপত্তি জানিয়েছেন। এমনকি এই নাটকে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন যা রুচিসম্মত নয় বলেই তাঁদের দাবি।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের সূত্রেই জানা যায় এই শারদোৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই চলে আসছে। সেখানে এমন অপসংস্কৃতি একেবারেই না পসন্দ প্রাক্তন ছাত্র এবং আশ্রমিকদের।