বাংলা নিউজ > বায়োস্কোপ > Joyjit Exclusive: ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! হেসে ফেলে ছুঁড়লেন চ্যালেঞ্জ, চাইলেন প্রমাণ

Joyjit Exclusive: ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! হেসে ফেলে ছুঁড়লেন চ্যালেঞ্জ, চাইলেন প্রমাণ

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে মি টু-তে বিদ্ধ করা হল, কী প্রতিক্রিয়া অভিনেতার?

‘আমি ঝুমা’ নামের একটি প্রোফাইল থেকে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উপর তোলা হল মি টু-র অভিযোগ। তিনি নাকি ম্যাসেজ করে সাইজ জানতে চান। তাতে কী বলছেন অভিনেতা?

মি টু-র আঘাতে বিদ্ধ হয়েছেন পরিচালক অরিন্দম শিল। শনিবারই তাঁকে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হয়। এরই মাঝে রবিবার একটি পোস্ট এল সকলের নজরে। যা এসেছে ‘আমি ঝুমা’ নামের একটি প্রোফাইল থেকে। আর সেখানে লেখা হয়েছে, ‘জয়জিৎ… সবাই চেনে… ম্যাসেজ করে সাইজ কত জানতে চায়।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়েছেন ধিক্কার, উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও, আর্টিস্ট।

সেখানে তিনি জয়জিৎ লিখেছিলেন শুধু। তাই এক নেটিজেন মন্তব্য করে জানতে চান, ‘মানে? জয়জিৎ অভিনেতা?’ তাতে ওই মহিলা জবাব দেন, ‘হ্যাঁ’।

অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘এভাবে একে অন্যকে দোষারোপ করে কি হবে..... দুজনের দিক থেকেই সবটা সামনে আনুন। পাবলিক ফোরামে এমন অনেক কিছু আসে, কোনটা সঠিক সেটা বোঝাই আজকাল মুশকিল।’

হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় এরপর জয়জিতের সঙ্গে। ফোনে সাংবাদিক পরিচয় দিতেই হেসে ফেলেন তিনি। বোঝা যায়, এর আগেও এই প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন। এরপর এই পোস্ট নিয়ে জিজ্ঞাসা করতেই জয়জিৎ বললেন, ‘আমি তোকে একটা স্ক্রিনশট দিচ্ছি। তাহলেই বুঝতে পারবি। সেটাও ম্যানুপুলেট করা যায় জানি। আমি যখন হঠাৎ দেখলাম এই পোস্টটা, তখন দেখলাম চেক করে, উনি আমার ফ্রেন্ডলিস্টেই নেই।’

‘আমার ক্ষেত্রে হয়তো আমি কমপিউটার একটু কম জানি। সেখানেও ওর ছবি বসিয়ে, আমার ছবি বসিয়ে, লিখে এগুলো করা যায়। করা যেতেই পারে। আমি ইনস্ট্যান্ট দেখলাম যে ওর সঙ্গে আমি কোনও কথাই বলিনি। কেন বলল, কী জন্য বলল। আমি ডিরেক্টরের (পড়ুন অরিন্দম শীল) সম্পর্কে বলেছি বলে, গায়ে লেগে গেল নাকি, জানি না…’!

তাহলে কি এটাকে ক্ষমতার অবপ্যবহার হিসেবে ধরবেন? জয়জিতকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘দেখ ভুল না সঠিক ব্যবহার আমি বলতে পারব না। আমার উপর যখন অভিযোগ এসছে, তখন প্রমাণ দিক। তারপর কথা হবে। আমি এত প্রতিবাদ করছি বলে, সেটা থামানোর চেষ্টাও হতে পারে। জানি না আমি কিছু বুঝতে পারছি না।’

জয়জিতের পাঠানো স্ক্রিনশট।
জয়জিতের পাঠানো স্ক্রিনশট।

যেই ছবিটি পাঠানোর কথা বলেছিলেন জয়জিত, তা একটি চ্যাটের স্ক্রিনশট। যেখানে দেখা যায়, আমি ঝুমা নামের প্রোফাইল থেকে হাই লিখে ম্যাসেজ রিকোয়েস্ট এসেছে জয়জিতের কাছে। অভিনেতার তরফে কোনও উত্তর আসে নি, অন্তত সেই স্ক্রিনশট তেমনটাই দাবি করছে।

জয়জিৎ নিজে গিয়ে সেই স্ক্রিনশট দিয়েছেন আমি ঝুমা-র কমেন্ট সেকশনেও। পরে সেই মহিলা অন্য একটি কমেন্টে উত্তর দেন, ‘সকলে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছেন স্ক্রিনশট দেব কি না। কেউ কেউ নেগেটিভ কথা বলছেন, তারা সকলেই পুরুষ। সুতরাং সকলকেই বলছি, ভুলটা ধরিয়ে দিতে হয়। পরে আবার ভুল করলে শাস্তি। তাই এইবার আমি কোনও পদক্ষেপ নিচ্ছি কি না, তা বলা মুশকিল। আশা করি আপনারা বুঝবেন। বহুদিনের অভ্যেস। একটা মানুষ অন্যজনকে হঠাৎ করে খারাপ কথা বলে। একদিনের এটা বিষয় নয়।’

বায়োস্কোপ খবর

Latest News

শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুললেন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি… ধর্ষণের অভিযোগ, কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নিল কেন্দ্র পন্তের 'নাটকেই' T20 বিশ্বকাপ জয়? সকলের সামনে গোপন কথা ফাঁস করলেন রোহিতই! ‘মানুষ ভেবেছে আমি সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকি’! ছবি প্রচারে বিস্ফোরক স্বস্তিকা 'রাজ্য সরকারি হাসপাতালে আস্থা নেই, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চাই' 'RG করে পুলিশের অকর্মণ্যতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে', তুলোধোনা বোসের মৃত বাবার চাকরি হাতাতে ১০ বছরের ভাইকে খুন করল দিদি ‘রান পাচ্ছেন না,অধিনায়কত্ব ছেড়েছেন’, তবু বাবরকেই ট্রাম্প কার্ড মানছেন সৌদ শাকিল ‘বিদ্যা ও আমি তুতো বোন, আমাদের মাত্র ২বার ক্ষণিকের জন্য দেখা হয়েছে: প্রিয়ামণি রবিবাসরীয় সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম T20-র লড়াই সূর্যদের, কোথায় দেখবেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.