বিরাট কোহলি মানেই ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। আর পছন্দের খেলোয়াড়কে দেখতে পেলে কে আর ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চায়! কিন্তু তাই বলে এভাবে! ভিডিয়ো ভাইরাল হতেই হতবাক সবাই।
কী ঘটেছে?
এদিন বিরাট কোহলির একটি ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিরাট একটি মেরুন রঙের টিশার্ট, টুপি এবং জিন্স পরে গাড়ি থেকে নেমে একটি আবাসনে ঢুকতে যাচ্ছেন। তখনই এক দক্ষিণ ভারতীয় মহিলা তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করে বসেন। ভারতীয় ক্রিকেটার তাতে সায় দিলে তিনি রীতিমত বিরাটের হাত টেনে ছবি তোলেন। ছবি তোলা হয়ে গেলেও হাত ছাড়তে চান না। আরও ছবি তুলতে চান। এই দেখে এক পাপারাৎজি বলে ওঠেন, 'আমি ছবি তুলেছি, আমার থেকে নিয়ে নেবেন।' সেই কথা শুনে বিরাটও তাতে সায় দেন। তারপরই সটান সেই বাড়িতে ঢুকে যান।
আরও পড়ুন: শাহরুখের কাছে ক্ষমা প্রার্থনা সালারের প্রযোজকের! কেন বললেন, 'ব্যাপারটা একদম কারও জন্যই ভালো নয়...'
প্রসঙ্গত কিছুদিন আগেই বিরাট কোহলির জন্মদিন গিয়েছে। ৩৬ বছরে পা দিলেন তিনি এবার। আর সেই বিশেষ দিন উপলক্ষ্যে অনুষ্কা শর্মা দুই সন্তানের সঙ্গে তাঁর একটি আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটান তিনি। আগামীতে ২২ নভেম্বর থেকে ভারতের হয়ে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবেন বিরাট।
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতেই এক ব্যক্তি লেখেন, 'কী নম্র ব্যবহার।' আরেকজন লেখেন, 'আরে আন্টি, ওঁর হাত তো ছাড়ুন।' তৃতীয় ব্যক্তি মজা করে লেখেন, 'কাকিমা তো হাত জাপটে ধরে রেখেছেন তো রেখেছেনই। ছাড়ছেই না।'
আরও পড়ুন: সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন সোমির