সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে যতই তাঁর ব্যক্তিগত জীবন থেকে চেহারা, পোশাক নিয়ে কাটাছেঁড়া করা হোক না কেন, কটাক্ষের মুখে পড়তে হোক না কেন তাঁর অনুরাগীরা কিন্তু তাঁকে ভীষণই ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আর সেটা কতটা, সেটারই ঝলক এদিন দেখা গেল ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: কনসার্টের মাঝে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলেন এপি ধিলোঁ! নিমেষে ভাইরাল ভিডিয়ো
কী ঘটেছে?
পরীক্ষা শুরু হয়ে গিয়েছে । ফলে এখন মন দিয়ে পড়তে হবেই। তাই খুব একটা সময় হচ্ছে না অনলাইন আসার। এদিকে লাকি চার্মের থেকে শুভেচ্ছা না পেলেও যে নয়। কী করা? সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করে অভিনেত্রীর কাছে মনের কথা পৌঁছে দিল তাঁর এক অনুরাগী। ভাবছেন কী এসব? নুসরত জাহানের এক পড়ুন যে এবার CBSE পরীক্ষা দেবে সে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট করে অভিনেত্রীর আশীর্বাদ চান তাঁর সিলেকশন টেস্টের জন্য। আর এই অনুরোধ পেয়ে কি ফেরাতে পারেন নুসরত? তিনিও দিলেন জবাব।
শনিবার, ৭ ডিসেম্বর নুসরত জাহান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি লেখেছে, 'নুসরত দি, আমার CBSE বার্ডসের পরীক্ষার জন্য সিলেকশন টেস্ট শুরু হয়ে গিয়েছে। তাই এত অনলাইন আসতে পারছি না। আমি খুব খুশি হব যদি তিনি আমাকে একটু আশীর্বাদ করো। আমার প্রণাম নিও।'
সেই ব্যক্তির এই পোস্ট শেয়ার করেন নুসরত জাহানের ফ্যান পেজ। তাঁরাই অভিনেত্রীকে মেনশন করেন। সেই স্টোরি অভিনেত্রী শেয়ার করে লেখেন, 'গুড লাক।' সঙ্গে একটি স্টিকারও পোস্ট করেন তিনি।
নুসরত জাহানের কাজ
নুসরত জাহানকে তাঁর অনুরাগীরা শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখেছেন সেটা ছিল তাঁর এবং যশ দাশগুপ্তর প্রযোজিত প্রথম ছবি। এবার এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে তাঁদের পরবর্তী ছবি আড়ি। লক্ষ্মী পুজোর দিনই এই তারকা জুটি ছবিটির ঘোষণা করেছেন। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরুর আগে তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। ডিসেম্বর মাস থেকেই শুরু হবে এই সিরিয়ালের শ্যুটিং।