একটা সময় তাঁদের মাখোমাখো প্রেম থাকতো সংবাদ শিরোনামে, আর সেই চর্চিত যুগলের বিচ্ছেদ নিয়ে কম চর্চা হয়নি। কথা হচ্ছে অর্জুন কাপুর ও মালাইকা আরোরার। আরবাজের সঙ্গে ডিভোর্সের আগেই হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে প্রেম সম্পর্কে জড়ান মালাইকা। পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা, গত বছরেই তাঁদের ভালোবাসার নীড় ভেঙে চৌচির হয়ে যায়।
ব্রেকআপের কথা প্রথম প্রকাশ্যে জানিয়েছিলেন অর্জুনই। আপতত অভিনেতা নিজের পরবর্তী ছবি ‘মেরে হাজব্য়ান্ড কি বিবি’র প্রচারে ব্যস্ত। সম্প্রতি একটি অনুষ্ঠানে সহ-অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রাকুল প্রীত সিংয়ের সাথে অংশ নিয়েছিলেন অর্জুন। সেখানেই ভরা মঞ্চে অপ্রস্তুতে পড়তে হল ইশকজাদে তারকাকে। ভিড়ের মধ্যে থেকে এক দর্শক আচমকাই মালাইকার নাম ধরে চিৎকার করলে অর্জুন হতভম্ব হয়ে যান!
ইনস্টায় ছড়িয়ে পড়া ভিডিওতে অর্জুন-ভূমিরা দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক ভক্ত ভূমিকে জিজ্ঞাসা করেন কেন এই সিনেমাটি পছন্দ করা উচিত, ভূমি মুখ খোলবার আগে এক ব্যক্তি উচ্চস্বরে 'মালাইকা' বলে চিৎকার করে উঠেন।
বিষয়টি অর্জুন-সহ বাকিদের নজর এড়ায়নি। অভিনেতা সরাসরি ভিড়ের যে অংশটি থেকে মালাইকার নাম ভেসে এসেছে সে দিকে তাকালেন, এবং বিরক্তি প্রকাশ করেন। রাকুল ও ভূমিও অর্জুনের দিকে সোজাসুজি তাকান, অস্বস্তি ফুটে উঠে তাঁদের মুখেও। তবে কোনও মন্তব্য করেননি কেউই।
অর্জুন-মালাইকার ব্রেকআপ
গত বছর রাজনীতিবিদ রাজ ঠাকরের আয়োজিত দিওয়ালি পার্টি চলাকালীন এক ব্য়ক্তি চিৎকার করে মালাইকা কোথায় জানতে চেয়েছিল। সেই সময় অর্জুন বলেন, ‘আমি এখন সিঙ্গল। শান্ত হও।’ দীর্ঘ কয়েক মাস ধরে চলে আসা ব্রেকআপের গুঞ্জনে ওইদিন সিলমোহর দেন অর্জুন।
২০১৮ সালে ডেটিং শুরু করেন অর্জুন-মালাইকা। এরপর দুজনের আদুরে ছবি প্রায়ই উঠে আসত সোশ্যাল মিডিয়ায় পাতায়। গত বছর মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুর পরও প্রাক্তন মালাইকার পাশে দেখা মিলেছিল অর্জুনকে। যার ফলে স্পষ্ট সম্পর্ক ভাঙলেও দুজনের মধ্যে তিক্ততা নেই।
মালাইকা এর আগে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন। ১৯ বছরের বিয়েতে ইতি পড়ে ২০১৭ সালে। তাঁদের একমাত্র সন্তান আরহান। খান পরিবারের সঙ্গেও এখনও মালাইকার যোগাযোগ অটুট।
মুদাসসর আজিজ পরিচালিত 'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে অর্জুন-ভূমি-রাকুলের পাশাপাশি অভিনয় করেছেন দিনো মোরিয়া, হর্ষ গুজরাল এবং শক্তি কাপুর। বাসু ভাগনানি অ্যান্ড পূজা ফিল্মস দ্বারা উপস্থাপিত এবং বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ প্রযোজিত, ছবিটি আগামী ২১শে ফেব্রুয়ারি মুক্তি পাবে।