বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral: প্রকাশ্য রাস্তায় বাঙালি নায়িকাকে জড়িয়ে ধরে চুমু ভক্তের! শিরিনের ভিডিয়ো ভাইরাল

Viral: প্রকাশ্য রাস্তায় বাঙালি নায়িকাকে জড়িয়ে ধরে চুমু ভক্তের! শিরিনের ভিডিয়ো ভাইরাল

শিরিন শিলার ভিডিয়ো ঘিরে হইচই 

Shirin Shila's viral video: শ্যুটিং স্পটে ভক্তের ভালোবাসার ঠেলায় চরম অস্বস্তিতে অভিনেত্রী! পুরুষ অনুরাগী জড়িয়ে ধরে চুমু খেল শিরিন শিলাকে। দেখুন সেই ভাইরাল ভিডিয়ো-

ফ্যানেরাই তারকাকে গড়ে তোলে। তাঁদের ভালোবাসাতেই একজন শিল্পী সুপারস্টার হয়। তবে মাঝেমধ্যে ভক্তদের অতিরিক্ত ভালোবাসা চরম অস্বস্তিতে ফেলতে পারে! দিন কয়েক আগেই অরিজিতের হাত মুচড়ে দিয়েছিলেন এক মহিলা ভক্ত, এবার বাংলাদেশি নায়িকা শিরিন শিলাকে প্রকাশ্যেই চুম্বন করে বসল এক অনুরাগী! সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশি বিনোদন জগতের অতি পরিচিত নাম শিরিন শিলা। সোমবার অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শ্যুটিংয়ে এমন বিব্রতকর পরিস্থিতির পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন শিরিন। উর্দিতেই ছিলেন তিনি। সেখানে হঠাৎ করেই এক ভক্ত কাছে এসে নায়িকার কাছে আবদার করে, ‘আমি আপনার সঙ্গে যাব’। এরপর শিরিনের সঙ্গে একসঙ্গে গাড়িতে উঠবার, একসাথে বসে খাওয়ার আর্জি জানায় ওই অনুরাগী। তারপর হঠাৎ করেই নায়িকাকে জড়িয়ে ধরে চুমু খায় সে। গোটা ঘটনায় বেশ হতচকিত হয়ে পড়েন শিরিন। এরপর তড়িঘড়ি গাড়ির ভিতর উঠে বসেন। নিজেই এই ঘটনার ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে শিরিন জানতে চান, ‘এ কেমন ভালোবাসা?’

গোটা ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের মিডিয়াকে অভিনেত্রী জানান, ‘সকালে আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শ্যুটিংয়ে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। সেইসময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই'। ছেলেটিকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল অভিনেত্রীর। কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটায় ওই শিরিনের ওই ভক্ত। 

নায়িকার সংযোজন, ‘পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে নাকি কখনও গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।’

ফেসবুকে শিরিনের পোস্ট করা এই ভিডিয়ো মাত্র কয়েক ঘন্টাতেই ৬০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিয়ো ঘিরে সমালোচনা তুঙ্গে। কেউ কেউ অবশ্য গোটাটাই পাবলিসিটি স্টান্ট বলেও কটাক্ষ করেছেন শিরিনকে। 

 

বন্ধ করুন