বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: অরিজিতের সামনে ঠোঁটে ঠোঁট! প্রেমিককে বিয়ের প্রস্তাব যুবতীর, যা করলেন গায়ক, ভিডিয়ো

Arijit Singh: অরিজিতের সামনে ঠোঁটে ঠোঁট! প্রেমিককে বিয়ের প্রস্তাব যুবতীর, যা করলেন গায়ক, ভিডিয়ো

অরিজিতের কনসার্টে লাভ বার্ডসদের কীর্তি ভাইরাল 

Arijit Singh's Viral Video: অরিজিৎ সিংয়ের কনসার্ট চলাকাালীন মাইক হাতে প্রেমিককে বিয়ের প্রস্তাব যুবতীর। প্রেমিক যুগলের জন্য যা করলেন গায়ক, দেখলে চমকে যাবেন! 

একদম অযাচিত কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে অরিজিৎ সিং-এর ঔরাঙ্গাবাদ কনসার্ট। এক মহিলা ভক্তর ‘ভালোবাসা’য় শারীরিকভাবে চোট পেতে হয়েছে গায়ককে! হ্যাঁ, এক অতি উৎসাহী ভক্ত এদিন অরিজিতের হাতে রীতিমতো মুচড়ে দেন লাইভ পারফর্মম্যান্সের সময়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে স্টেজেই হাতে ব্যান্ডেজ বেঁধে পারফর্ম করতে বাধ্য হন গায়ক। যন্ত্রণা পেয়েও মাথা ঠাণ্ডা রেখে ওই মহিলাকে উচিত জবাব দেন অরিজিৎ। বুঝিয়ে দেন তিনি ভুল করেছেন। সেই ভিডিয়ো তো সোশ্যাল মিডিয়ার সুবাদে সুপার ভাইরাল। কিন্তু একই কনসার্টে আরও একটা দৃশ্য নজর কেড়েছে সকলের।

হ্যাঁ, অরিজিতের ঔরাঙ্গাবাদ (বর্তমানে ছত্রপতি সম্ভাজি নগর) কনসার্টে হাজির ছিলেন এক কপোত-কপোতি। লাইভ শো চলাকালীন সেখানে হঠাৎ করেই প্রেমের জোয়ার নামল। এক তরুণী মাইক হাতে বলে ওঠেন, ‘সাধারণত দেখা যায় ছেলেরা মেয়েদের প্রোপোজ করছে। আমি সেই রীতি ভাঙতে চাই, আর ওকে প্রেম প্রস্তাব দিতে চাই।’ তখনই অরিজিৎ বলে ওঠেন, ‘কিন্তু আমি কেন তোমাদের মধ্যে কবাব মে হড্ডি হব, তোমরা চালিয়ে যাও’। এরপরই মঞ্চের পিছনে হাঁটতে শুরু করেন গায়ক। ওই তরুণী বাধা দিয়ে বলেন, ‘না, না আপনাকে আমাকে সাহায্য করতে হবে’। এরপর প্রেমিক সৌমেনের উদ্দেশে তাঁর বার্তা, ‘সেই গায়কের সামনে, যার কন্ঠ জুড়ে শুধুই প্রেমের অনুভূতি, তার সামনে বলছি- সৌমেন আমায় বিয়ে করবে?’ প্রেমিকার এমন বিন্দাস অবতার দেখে শুরুতে চমকে ওঠেন সেই যুবক। এরপর পরস্পরকে ঠোঁটে ঠাসা চুমু খেলেন এই যুগল।

এই জুটির জন্য ‘মস্ত মগন’ গানটি উপহার হিসাবে দিলেন অরিজিৎ। গায়কের সঙ্গে গানে গলা মেলালেন প্রেমিক যুগলও। পছন্দের গায়কের অনুষ্ঠানে মনের মানুষকে চিরজীবনের মতো আপন করে নেওয়ার অনুভূতিটাই আলাদা!

এই ভিডিয়ো ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনাকে, ‘নাটুকে এবং স্ক্রিপ্টেড’ বলে কটাক্ষ করেছেন। কেউ আবার লিখেছেন, ‘বাড়াবাড়ি, প্রকাশ্যে এমন প্রেম প্রদর্শনের কী দরকার? দিন দিন সংস্কৃতির অবক্ষয় ঘটেছে।’ অনেকে আবার ওই প্রেমিকার রোম্যান্টিক প্রোপোজালে মুগ্ধ। 

বন্ধ করুন