শরীরচর্চা হোক কিংবা বম্বশেল ফিগারের জন্য বেশিরভাগ সময়ই খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী মালাইকা আরোরা। তাঁর প্রতিটা চালচলন ক্যামেরাবন্দি করেন পাপারাৎজ্জিরা। বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে তাঁর প্রেম নিয়েও চর্চার শেষ নেই।
সম্প্রতি টুকটুকে লাল বডিকন গাউনে মায়ানগরীর এক ইভেন্টে হাজির হয়েছিলেন মালাইকা। তাঁর থেকে চোখ ফেরানো দায় ছিল অনুষ্ঠানে উপস্থিত সকলের। বরাবরের মতোই অজস্র ছবি শিকারীরা তাক করে ছিল এই বলি ডিভাকে। পাপারাৎজ্জিদের ক্যামেরার সামনে তারকাদের পোজ দেওয়া কোনও বড় বিষয় নয়। তেমনি সেখানে উপস্থিত এক ব্যক্তি মালাইকার সঙ্গে পোজ দিয়ে সব লাইমলাইট নিজের উপর কেড়েছেন।
আরও পড়ুন: ছবির প্রচারে কলকাতায় অক্ষয়, দিলেন ছবি, ‘সুপারস্টারের এ কী কথা!’ বলছেন সবাই
ওই অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মালাইকার সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি অভিনেত্রীকে স্পর্শ না করে শাটারবাগের জন্য পোজ দিচ্ছেন। ওই ব্যক্তির এই অঙ্গভঙ্গি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হিরো করে তুলেছে। মজার বিষয় হল, ওই ব্যক্তি মালাইকাকে পিছন থেকে স্পর্শ করেননি বরং তিনি এমনভাবে পোজ দিয়েছিলেন যেন মনে হচ্ছিল অভিনেত্রীর পিঠে হাত দিয়ে রেখেছিলেন।
ব্যক্তির আচরণ মন জয় করেছে নেটিজেনের। ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ভাদ্র, কী সুন্দর অঙ্গভঙ্গি।’ অন্য একজন বলেছেন, ‘সুন্দর হৃদয়ের মানুষ এই যুগে এখনও বেঁচে আছে..’। তৃতীয় এক নেটিজেন লিখেছেন, ‘সত্যিকারের ভদ্রলোক।’ যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: ছেলে আভ্যানের মুখে প্রথমবার ‘মা’ ডাক শুনলেন দিয়া! আত্মহারা নায়িকা, দেখুন Video
চলতি সপ্তাহের গোড়ার দিকেই দিল্লির ‘ইন্ডিয়া কোচার উইক’ ফ্যাশন শো'তে অংশ নিয়েছিলেন মালাইকা আরোরা। অনুষ্ঠানে পাপারাৎজিদের ক্যামেরা ঘিরে ধরেছিল তাঁকে। নিজের হট, সিজলিং লুকে অনুরাগীদের ঘুম উড়িয়েছিলেন মাল্লা।
নিজের ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই চর্চায় থাকেন মালাইকা। আরবাজের সঙ্গে ডিভোর্স হোক বা অর্জুনের সঙ্গে প্রেম-মাল্লার লাভ লাইফ হামেশাই চর্চায়। মাস কয়েক ধরেই বলিউডে অর্জুন-মালাইকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। কানাঘুষো শোনা গিয়েছিল, আসন্ন শীতেই নাকি চার হাত এক হবে দুজনের। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বলিউডের চর্চিত জুটি।