বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: ‘আমি নয়,ছোট্টখাট্টো একটা লোক পরচুলা পরে, চুল কামিয়ে আমার স্টান্ট করতেন’, বলছেল প্রিয়াঙ্কা

Priyanka Chopra: ‘আমি নয়,ছোট্টখাট্টো একটা লোক পরচুলা পরে, চুল কামিয়ে আমার স্টান্ট করতেন’, বলছেল প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

'১৫-২০ বছর আগে আমি যখন বলিউডে অ্যাকশন দৃশ্যে কাজ করেছি, তখন আমার কোনও বডি ডাবল ছিল না, নিজেই করতাম। তবে আমার একজন ছোট্ট খাট্টো লোক ছিলেন যিনি পরচুলা পরে, হাতের চুল কামিয়ে এই অ্যাকশন দৃশ্যগুলি করতেন, যেগুলি খুব ভয়ঙ্কর ছিল। আমাদের কাছে তখন কোনও মহিলাও ছিলেন না। আর সেকারণেই হয়ত আমি শিখতেও পেরেছি।’

'সিটাডেল'-এ অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়াকে। এই স্পাই সিরিজের শুরুতেই রিচার্ড ম্যাডেনের সঙ্গে অ্যাকশন দৃশ্য রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। যদিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অকপট প্রিয়াঙ্কা জানান, অ্যাকশন দৃশ্যে অভিনয় তাঁর বিলকুল না পসন্দ।

মার্কিন এক সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কোনওদিনই নিজে স্টান্ট করতে পছন্দ করি না। তবে এখানে আমি স্টান্ট নিজেই করেছি, কারণ পরিচালকের আদেশ ছিল এই দৃশ্যে যতটা সম্ভব যেন অভিনেতা-অভিনেত্রীদের মুখ দেখা যায়, অগত্যা নিজেই স্টান্ট করেছি। যদিও এই দৃশ্যে নিরাপদ বোধ করি না। অ্যাকশন দৃশ্য নিয়ে আমার ভয়ানক কিছু অভিজ্ঞতা রয়েছে। শুধু সিটাডেলে নয় বলিউডে কাজ করার সময় থেকেই। ১৫-২০ বছর আগে আমি যখন বলিউডে অ্যাকশন দৃশ্যে কাজ করেছি, তখন আমার কোনও বডি ডাবল ছিল না, নিজেই করতাম। তবে আমার একজন ছোট্ট খাট্টো লোক ছিলেন যিনি পরচুলা পরে, হাতের চুল কামিয়ে এই অ্যাকশন দৃশ্যগুলি করতেন, যেগুলি খুব ভয়ঙ্কর ছিল। আমাদের কাছে তখন কোনও মহিলাও ছিলেন না। আর সেকারণেই হয়ত আমি শিখতেও পেরেছি।’ কিন্তু প্রিয়াঙ্কার সেই পুরুষ স্টান্ট ডাবল কে ছিলেন তা খোলসা করেননি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

আরও পড়ুন-‘শুধু কানে নয়, আমার শরীরের আরও অনেক জায়গাতে চুল গজায়’, সামান্থার কথায় একী বললেন চিট্টিবাবু!

<p>প্রিয়াঙ্কার ক্ষত</p>

প্রিয়াঙ্কার ক্ষত

<p>প্রিয়াঙ্কার ক্ষত</p>

প্রিয়াঙ্কার ক্ষত

প্রিয়াঙ্কা জানান, লন্ডনে 'সিটাডেল'-এর শ্যুটিং করার সময় তিনি চোট পেয়েছিলেন। ঘটনার কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, লন্ডনে একটি বৃষ্টির দিনের শেষে যখন শ্যুটিং করছি, তখন বিশেষ আলো ছিল না। তাই তাড়াহুড়ো করছিলাম। আমি ছুটে যাচ্ছিলাম, যেখানে থামার কথা ছিল, তার একটু আগেই পৌঁছে যাই। তাই ক্যামেরাটা আমার সামনে চলে এসে আমার ভ্রুটা খুবলে নিল। আমার ভ্রুতে এখনও দাগ রয়ে গিয়েছে। ভ্রু-র উপর কিছুটা অস্ত্রোপচারের আঠা লাগিয়ে ওকে বন্ধ করে দিলাম। ব্যস, সেদিনকার মতো কাজ শেষ।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন