বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির দুই সপ্তাহেরও বেশি সময় পরেও বিতর্ক অব্যাহত রয়েছে। জম্মু-কাশ্মীরের এক মৌলানা এবার ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের রাজৌরির জামিয়া মসজিদে জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মৌলানা ফারুককে বলতে শোনা গিয়েছে, ছবিতে মুসলমানদের বেদনা ও কষ্ট উপেক্ষা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুসলমানদের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং মুসলমানদের দুর্বল করার উদ্দেশ্য নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
মৌলানা ফারুক বলেন, আমরা কাশ্মীর ফাইলের নির্মাতাদের ভর্ৎসনা জানাই। তারা কি আমাদের কষ্ট দেখে না? কেন ছবিতে শুধুমাত্র কাশ্মীরি পণ্ডিতদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল? মসজিদে দেওয়া নিজের ভাসনে দিয়ে মৌলানা ফারুক বলেন, আমরা ৮০০ বছর এই দেশ শাসন করেছি। হিন্দুরা মাত্র ৭০ বছর ধরে দেশ চালাচ্ছে। আপনি আমাদের পরিচয় থেকে আমাদের আলাদা করতে পারবেন না।
ওই মৌলানা আরও বলেন, উপত্যকায় হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলেও ছবিতে তা দেখানো হয়নি। ৩২ বছর পর কাশ্মীরি পণ্ডিতদের রক্ত দেখছেন পরিচালক। কিন্তু এই ৩২ বছরে কত মুসলমানকে হত্যা করা হয়েছে তার হিসেব আছে! কত নারী বিধবা হল, কত ঘরবাড়ি ধ্বংস হল, তারা কি মুসলমানদের রক্ত দেখে না?
তিনি আরও বলেন, যারা হিন্দু-মুসলমানকে মারামারি করিয়ে রাজনীতি করতে চায় তাদের লজ্জা হওয়া উচিত। প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগকে কেন্দ্র করে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়েও অনেক রাজনীতি চলছে। অনেক বিজেপি শাসিত রাজ্য সিনেমাকে করমুক্ত করেছে। এদিকে ছবি ব্যান করার দাবি তুলেছেন বিরোধিরা। বলিউডের মধ্যে থেকেও এসেছে সিনেমা নিয়ে প্রতিবাদ।