বাংলা নিউজ > বায়োস্কোপ > সলমনকে বড় স্বস্তি আদালতের, অভিনেতার বিরুদ্ধে আপাতত মন্তব্য করতে পারবেন না KRK

সলমনকে বড় স্বস্তি আদালতের, অভিনেতার বিরুদ্ধে আপাতত মন্তব্য করতে পারবেন না KRK

আদালতে বড় স্বস্তি 

আদালতে কেআরকে-কে গোল দিলেন ভাইজান! সাময়িক স্বস্তি সলমন খানের।

'মর্যাদা ও আত্মসম্মান একজন ভদ্রলোকের কম গুরুত্বপূর্ণ নয় শারীরিক সুরক্ষা এবং স্বাধীনতার চেয়ে',ম কমাল রশিদ খানের বিরুদ্ধে দায়ের সমলন খানের মানহানির মামলায় পর্যবেক্ষণ বম্বে নগর দায়রা আদালতের। বুধবার বিচারক সি ভি মারাথের রায় গেল ভাইজানের পক্ষেই। অন্তর্বতীকালীন আদেশে বিচারক জানান,আগামিদিনে সলমন খান বা তাঁর পরিবার ও প্রযোজনা সংস্থার কোনও শেয়ার হোল্ডারের বিরুদ্ধে কোনওরকম অপমানজনক, অবমাননাকর মন্তব্য, ভিডিয়ো বা মানহানিকর কনন্টে তৈরি বা প্রকাশ করতে পারবে না কেআরকে।

সলমন খান কমাল রাশিদ খানসহ মোট ন'জনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন তাঁর ব্যক্তিগত জীবন ও 'রাধে' ছবি নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য। সলমনের কৌঁসুলি প্রদীপ গান্দে জানান, ছবির মান নিয়ে মন্তব্য যে কেউ করতে পারেন- সেই বিষয়ে সলমনের আপত্তি নেই কিন্তু ব্যক্তিগত আক্রমণ যেন না করা হয় যার কোনও ভিত্তি নেই।

ফিল্ম ক্রিটিকদের আইনজীবী মনোজ গড়করি পালটা বলেন, সলমান খান পাবলিক ফিগা, এবং সমালোচনা মাথা নত করে মেনে নিতে শিখতে হবে তাঁকে। একই সঙ্গে তিনি বলেন তাঁর মক্কেল শুধুমাত্র একটি ছবি সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলেন, তার বাইরে কিছুই বলা হয়নি। কেআরকের কৌঁসুলির যুক্তি ছিল, দেশের সংবিধান প্রত্যেককে বাক স্বাধীনতা দিয়েছে, এটা সকলের মৌলিক অধিকার। সলমন খান ভয় দেখিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এই পিটিশনের মাধ্যমে।

বিচারক এই মামলায় অন্তর্বতীকালীন রায়ে সলমনের আবেদনকে মান্যতা দিয়েছেন। তিনি জানান, কারুর নাম দিয়েই সেই ব্যক্তি সমাজে পরিচিত হয়, তাই সেই নামের গুরুত্ব সম্পত্তির চেয়ে বেশি, ব্যক্তির কাছে নিজের নাম মহামূল্যবান। অর্ডারের প্রতিলিপিতে জানানো হয়েছে, অভিনেতার আবেদন সাময়িকভাবে যুক্তিযুক্ত মনে হয়েছে আদালত।

উল্লেখ্য, গত মাসের ২৫ তারিখ সলমন খানের তরফে আইনি নোটিশ পান কেআরকে, তারপরেও থামেননি কেআরকে। সোশ্যাল মিডিয়ায় নাম না করেও সলমন খানকে 'বুডঢা' থেকে শুরু করে নানারকম কটাক্ষ জারি রেখেছিলেন তিনি। এরপর কি নিজের অবস্থান বদলাবেন কেআরকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

বন্ধ করুন