শনিবার, ২৯ জুনের বিকেল থেকে রাত ভারতীয়দের তো বটেই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। হবে না কেন এমন হাড্ডাহাড্ডি লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচ বসে দেখা আলাদাই থ্রিলিং ব্যাপার। আর অবশেষে ২০০৭ এর পর এই বছর আবারও টি২০ বিশ্বকাপ জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে টানটান ম্যাচে পরাজিত করল রোহিত বাহিনী। আর তারপরই এক অদ্ভুত তথ্য উঠে এল নেটপাড়ায়।
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
টি২০ বিশ্বকাপ জেতার পর কী তথ্য উঠে এল সোশ্যাল মিডিয়ায়?
এদিন এক ব্যক্তি তথা জনপ্রিয় সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ভারতীয় টিমে নাকি কেরলের কেউ থাকলেই জয় নিশ্চিত। তার জন্য তিনি আবার তথ্যও দিয়েছেন। যদিও তিনি দাবি করেননি যে তাঁদের সেরা ১১ তেই থাকতে হবে, খালি ভারতীয় দলে তাঁরা থাকলেই নাকি তাঁদের ভাগ্যের জোরে টিম জিতে যাবে।
এদিন তিনি তাঁর এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডেলে লেখেন, 'আর আমার মালায়লি থিওরি কাজ করল। বিশ্বকাপ জিততে চাইলে দলে একজন মাল্লুকে রাখুন।' বলে তিনি পরিসংখ্যান দেন, এবং দেখান যে যে বার ভারত কোনও বিশ্বকাপ জিতেছে সেখানে কোনও না কোনও মালায়লি খেলোয়াড় ছিলেন। এই যেমন ১৯৮৩ সালের বিশ্বকাপের দলে ছিলেন সুনীল ভালসন, ২০০৭ এর টি২০ বিশ্বকাপে শ্রীশান্ত, ২০১১ তেও সেই শ্রীশান্ত এবং ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে সঞ্জু স্যামসন ছিলেন। তাঁর এই পোস্টে দেখে কেউ কেউ যেমন অবাক হয়েছেন, তেমন কেউ কেউ আবার মজাও পেয়েছেন। অনেকে আবার কটাক্ষ করেছেন।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'কেবল মালায়লি নয়, দলে শিখ থাকাও জরুরি। এই যেমন ১৯৮৩ সালে ছিলেন বলবিন্দর সিং সান্ধু, ২০০৭ এবং ২০১১ তে হরভজন সিং এবং ২০২৪ সালে অর্শদীপ সিং।' কেউ আবার লেখেন, 'কেন ভারতীয়রা থাকলে যথেষ্ট নয়?' তৃতীয় ব্যক্তি লেখেন, ' আপনার থিওরি এবার অন্যান্য দেশ জেনে গেল। তাঁরা এসে একজন করে মালায়লি নিয়ে যাবে বিশ্বকাপ জেতার জন্য।'