সম্প্রতি একটি খবর দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জানুয়ারি গোটা বিশ্ব স্তব্ধ হতে বসেছে। এদিন কাজ করবে না কোনও ইন্টারনেট। এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এদিন একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে এমন তথ্য দ্য সিম্পসন্সের একটি এপিসোডে বলা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: মেটেনি সেলফির আবদার, স্যার বকুনি দিতে খাদান দেখে ফিরেই আত্মহত্যা! ছাত্রের মা বললেন, 'অপমানটা...'
আরও পড়ুন: 'কাজটা মোটেই ঠিক হল না, সবটা...' ভোটের নিরিখে ইন্ডিয়ান আইডল থেকে বাদ বাংলার সৃজন! চটে লাল অনুরাগীরা
কী জানানো হয়েছে আর?
সকলেই জানেন দ্য সিম্পসন্স শোটি ঠিক কতটা বিখ্যাত। বিশেষ করে এই শোতে যা ভবিষ্যদ্বাণী করা হয়, সেটার অনেক কিছু মিলে গেছে নাকি। টেকনোলজিক্যাল উন্নতি থেকে স্মার্টওয়াচ সহ অন্যান্য একাধিক ঘটনা এই শোতে বলা হয়েছিল যা পরে বাস্তবে ঘটেছে সত্যি সত্যিই। এবার সেই শো আবারও চর্চায় উঠে এসেছে আবারও। অন্যান্য নানা সময়ের মতো এবার আবার এই জনপ্রিয় শোয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জানুয়ারি নাকি গোটা বিশ্ব জুড়ে কাজ করবে না ইন্টারনেট।
সোশ্যাল মিডিয়ায় একটি এডিটেড ভিডিয়ো দেখা যাচ্ছে যেখানে দাবি করা হয়েছে এটা দ্য সিম্পসন্স শোয়ের। এই ভিডিয়োতে বলা হয়েছে যেদিন ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সেই ১৬ জানুয়ারি ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হবে। তবে এই বিষয়ে বলে রাখা ভালো, ডোনাল্ড ট্রাম্পের সেই শপথ গ্রহণের অনুষ্ঠান ১৬ এর বদলে ২০ জানুয়ারি হবে।
তবুও অনেকেই এই ভিডিয়ো শেয়ার করেছেন। কিছু ইনফ্লুয়েন্সারের দাবি এই ঘটনা নাকি গোটা বিশ্বজুড়ে ঘটবে। কারও দাবি এটা খালি আমেরিকায় হবে। যদিও অনেকেই আবার এটা নিয়ে রীতিমত মশকরা জুড়েছেন। কেউ আবার বলেছেন একটি সাদা তিমি নাকি সমুদ্রের জলে থাকা কোনও কেবল চিবিয়ে ফেলবে তাই এমনটা ঘটবে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বাঁচা গেছে। একদিন একটু শান্তিতে থাকব।' কেউ আবার লেখেন, 'ওদিন রিচার্জ শেষ হচ্ছে। বাঁচা গেছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এখনও এসব বিশ্বাস করেন?'
আরও পড়ুন: বাগদানের অনুষ্ঠানেই কোয়েলের পর্দা ফাঁস করল রাই! ভুল শুধরে এবার স্ত্রীর কাছে ফিরবে অনির্বাণ?
কিন্তু আদতে কী ঘটে সেটা বৃহস্পতিবারই জানা যাবে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সত্যিই গোটা পৃথিবী স্তব্ধ হয়, দ্য সিম্পসন্সের এই ভবিষ্যদ্বাণী মেলে কিনা সেটা সময়ই জবাব দেবে।
আপনার কি মত এটা নিয়ে?