আগামী ২৮ মার্চ মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘সিকান্দার’। এই সিনেমায় রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভাইজান। এই সিনেমার শ্যুটিং চলাকালীনই সলমন পেয়েছিলেন প্রাননাশের হুমকি। ভাইজানের নিরাপত্তা স্বার্থে, ঠিক কী কী করতে হয়েছিল পরিচালককে?
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার পরিচালক বলেন, ‘সলমন স্যার সম্পূর্ণ আলাদা। সিকান্দারের সেট ছিল বিশাল। প্রত্যেকদিন সেটে উপস্থিত থাকতেন ১০ থেকে ২০ হাজার লোক। এত ভিড় পরিচালনা করার জন্য উচ্চ নিরাপত্তার প্রয়োজন ছিল, সবকিছুই ম্যানেজ করা হচ্ছিল কিন্তু হুমকি পাওয়ার পর সবাই তটস্থ হয়ে থাকত সবসময়।’
আরও পড়ুন: 'আমার চরিত্র আমার সন্তানের ওপর...', মা হওয়ার পর কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?
আরও পড়ুন: 'আমি টাকা দিতে গেলে ও...', পেয়ারা কিনতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার প্রিয়াঙ্কা! কী ঘটেছে?
পরিচালক বলেন, ‘ভাইজান হুমকি পাওয়ার পর আমাদের সেটে নিরাপত্তা অনেক বেশি কড়া করে দেওয়া হয়েছিল। প্রত্যেককে চেকিং করতে হত। সব মিলিয়ে দু-তিন ঘন্টা বাড়তি সময় লেগে যেত। শ্যুটিং শুরু হতে প্রত্যেকদিন দেরি হতো। শেষ হতেও স্বাভাবিকভাবে দেরি হয়ে যেত।’
পরিচালক আরও বলেন, ‘প্রথম প্রথম সত্যি খুব অসুবিধা হতো কিন্তু পরেই আমরা ব্যাপারটা সঙ্গে মানিয়ে নিই। পরিবর্তিত সময়ে আমাদের রুটিনে পরিণত হয়ে যায়, আমরা সবাই ভীষণ পজেটিভ ছিলাম সবকিছু নিয়ে। কোনও সমস্যা হয়নি।’
আরও পড়ুন: 'হিন্দু হয়ে গেলেই তো পারেন…', টিপ পরায় বিতর্কের মুখে পাকিস্থানি নায়িকা হানিয়া
আরও পড়ুন: ৯ মাস পর পৃথিবীতে অবতরণ সুনীতার, শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মাধবন-রকুলপ্রীতরা?
গত বছর ৫ নভেম্বর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফ থেকে সলমন খানের বিরুদ্ধে একটি হুমকির বার্তা পেয়েছিল মুম্বই পুলিশ। বার্তায় ভাইজানকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল, প্রথমত তিনি ক্ষমা চেয়ে নেবেন লরেন্স বিষ্ণোইয়ের কাছে, দ্বিতীয়ত তিনি পাঁচ কোটি টাকা দেবেন যদি তিনি প্রাণে বাঁচতে চান।
হুমকির বার্তা পাওয়া মাত্রই ভাইজানের নিরাপত্তা বহুগুন বাড়িয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কর্মস্থল, সর্বত্র মুড়িয়ে দেওয়া হয় কড়া নিরাপত্তায়। এই হুমকির বার্তা পাওয়ার সময় ভাইজান 'সিকান্দার ছবির শ্যুটিং করছিলেন, যার ফলেই সেটে বাড়তি নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলেন পরিচালক এ আর মুরুগাদোস।