পুনে, হায়দরাবাদ, এবার চেন্নাই। ভারত সফরে এসে মোট ৬ শহরে কনসার্ট করছেন আমেরিকান র্যাপার এড শিরান। গত বুধবার চেন্নাইয়ে কনসার্ট ছিল তাঁর। তবে কনসার্টে শুধু মাত্র শিরান নন, উপস্থিত ছিলেন অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।
কনসার্ট চলাকালীন রহমান এবং শিরান মিলিতভাবে গানের তালে তালে গলা মেলান। একদিকে শিরানের শেপ অফ ইউ, অন্যদিকে রহমানের উর্বশী, দুটি গান যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আকরিক অর্থেই কনসার্টে তৈরি হয় একটি আইকনিক মুহূর্ত। তবে এই মুহূর্তটির মজা কিছুটা ফ্যাকাসে হয়ে যায় রহমানের মাইক খারাপ হওয়ার কারণে।
আরও পড়ুন: পরিণীতির বিয়েতে না এলেও নিজের ভাইয়ের বিয়েে হাজির প্রিয়াঙ্কা! খুড়তুতো দাদার পাশে থাকবেন রাঘব ঘরণী?
কনসার্ট চলাকালীন আমেরিকান সংগীত শিল্পী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করা হয় যেখানে দেখা যায়, এ আর রহমান এবং তিনি একসঙ্গে মঞ্চে গান গাইছেন। রহমান একটি কালো সানগ্লাস এবং কালো পোশাকে উপস্থিত ছিলেন মঞ্চে। দুজনেই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে গলা মেলান।
ভিডিয়োয় আরও দেখা যায়, রহমান গান গাইলেও মাইকে কিছু সমস্যা থাকার কারণে মাঝেমধ্যেই গানটি শ্রবণযোগ্য হচ্ছিল না। তবে শিরান সেই মুহূর্তে পুরোপুরি সাহায্য করেছিলেন রহমানকে, মাইকে সমস্যা হয়েছে বুঝতে পেরে মাঝে মাঝে তিনি নিজেই গানটি গেয়ে দিচ্ছিলেন।
রহমানের প্রতি শিরানের সহযোগিতার ভিডিয়ো দেখে রীতিমতো আপ্লুত হয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, অসামান্য একটি কনসার্টের সাক্ষী থাকলাম। অন্য একজন লিখেছেন, একে অপরের প্রতি এই সম্মান এবং ভালোবাসাটাই দরকার। তৃতীয় একজন লিখেছেন, সব ঠিক ছিল কিন্তু মাইকটা খারাপ হওয়ায় গন্ডগোল হয়ে গেল।
আরও পড়ুন: প্রতিবন্ধী কোটিপতি থেকে দিব্যাঙ্গদের অনুপ্রেরণা,হিমানী বুন্দেলার গল্প যেন রূপকথা
আরও পড়ুন: ‘ইউটিউবে যদি মুক্তি পেত..’, লাভিয়াপ্পা মুক্তির আগে কেন এমন কথা বললেন জুনায়েদ?
প্রসঙ্গত, চেন্নাইয়ে কনসার্ট শুরু হওয়ার আগে রহমান এবং তাঁর ছেলের সঙ্গে দেখা করেছিলেন শিরান। একসঙ্গে ছবি তুলে পোস্ট করতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায়। গত বছর অরিজিৎ সিং যখন লন্ডনে কনসার্ট করতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে ও ব্যক্তিগতভাবে দেখা করেন শিরান।